ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বন্ধুকযুদ্ধে চরমপন্থী দলের নেতা নিহত

প্রকাশিত: ০২:৩৫, ১৫ অক্টোবর ২০১৮

টাঙ্গাইলে বন্ধুকযুদ্ধে চরমপন্থী  দলের নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে শরিফ হোসেন ফরহাদ (৩৩) নামের চরমপন্থী দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের ২ সদস্য আহত হয়েছে। রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত ফরহাদ পূর্ব বাংলা কমিউনিস্ট-সর্বহারা (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলার সভাপতি ছিলেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে র‍্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যেমে গভীর রাতে সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় র‍্যাবের একটি টিম পৌছলে র‍্যাবকে লক্ষ্য কওে চরমপন্থির সদস্যরা গুলি ছুড়ে। পরে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে উভয়পক্ষের মধ্যে বেশকিছুক্ষণ গুলিবিনিময় হয়। এক পর‍্যায়ে পূর্ব বাংলা কমিউনিস্ট-সর্বহারা (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলার সভাপতি ফরহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ফরহাদকে আহত অবস্থায় উদ্ধার করে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‍্যাবের ২ সদস্য সার্জেন্ট শহিদুল ইসলাম ও কন্সটেবল হাবিবুর রহমান আহত হয়েছেন। নিহত ফরহাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় হত্যাসহ বেশকয়েকটি মামলা রয়েছে।
×