ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে বিদেশী মদ রাখার অভিযোগে কারাদন্ড ৫

প্রকাশিত: ০২:৩৬, ১৫ অক্টোবর ২০১৮

ঝালকাঠিতে বিদেশী মদ রাখার অভিযোগে কারাদন্ড ৫

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির যুগ্ম দায়রা জজ ২য় আদালত মাদক নিয়ন্ত্রন আইনে বিদেশী মদ রাখার দায়ে ৫ জনকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। এই আদালতের বিচারক মো: সাইফুল আলম আসামীদের উপস্থিতিতে সোমবার রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে, ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার সৈয়দ সোহরাব হোসেনের পুত্র মো: সৈয়দ নাজমুল হক রাসেল, কাঠপট্টি এলাকার মো: মজিবর রহমান নকিবের পুত্র লিমন নকিব, রাজাপুর মেডিকেল মোড় এলাকার মিনার গাজীর পুত্র মো: রিপন গাজী, একই এলাকার বিল্লাল মাতুব্বরের পুত্র রানা মাতুব্বর ও রাজাপুর উপজেলার পুখরিজানা গ্রামের আব্দুল আজিজ খানের পুত্র মো: রাসেল খান। ২০১৬ সালের ৭ জুলাই দিবাগত রাত ৮ টায় ঝালকাঠি শহরের স্টেশন রোডস্থ জনৈক কামাল হোসেনের বাস বভনের ৩য় তলায় ৫ বোতল বিদেশী মদ সহ পুলিশ এদের গ্রেফতার করে। এ ব্যাপারে ঝালকাঠি থানার এস.আই মিলন কুমার ঘোষ বাদী হয়ে মামলা দায়ের করে। পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস.আই সাইফুল আলম ২০১৬ সালের ৫ আগষ্ট আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেণ। আসামীদের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
×