ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে মা ইলিশ শিকারের অপরাধে জরিমানা ৪

প্রকাশিত: ০৩:১৫, ১৫ অক্টোবর ২০১৮

জামালপুরে মা ইলিশ শিকারের অপরাধে জরিমানা ৪

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে চারজন জেলেকে আটক করে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে এ অভিযান চালানো হয়। জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুর রহমান ও বাহাদুরাবাদ নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান সোমবার সকালে ফুটানি বাজার এলাকায় যমুনা নদীতে অভিযান চালান। এ সময় মা ইলিশ শিকারের অভিযোগে উপজেলার বড়খাল গ্রামের তারা মিয়া (৪০), রফিকুল ইসলাম (৩৪), শফিকুল ইসলাম (২৬) ও ভোলাবাড়ী গ্রামের সাদের আলী (৩০) নামের চারজন জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে সাত হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে জব্দ করা ১৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ১০ কেজি মা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় শিশুদের খাবারের জন্য বিতরণ করা হয়। ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, ইলিশ শিকার নিষিদ্ধ থাকায় এ অভিযান চালানো হয়। মা ইলিশ রক্ষায় আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। অভিযানের সময় অন্যান্য জেলেদেরকেও ইলিশ না ধরার জন্য সতর্ক করা হয়।
×