ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিমির ভয়ে পুলিশ ডাকা

প্রকাশিত: ০৫:৫০, ১৬ অক্টোবর ২০১৮

তিমির ভয়ে পুলিশ ডাকা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের এক খাঁড়িতে নৌকাভ্রমণ করতে গিয়ে অকল্পনীয় এক দৃশ্য দেখেন কিছু পর্যটক। তাদের নৌকা ঘিরে ধরে দুইটি বিশাল তিমি। তিমিগুলো নিছকই খেলা করছিল, কিন্তু এতে ভয় পেয়ে পুলিশকে ফোন করে বসেন ওই নৌকায় থাকা এক নারী। ওয়াশিংটন স্টেটের পিউজেট সাউন্ডের (খাঁড়ি) ওই নৌকার পাশে দিয়ে খেলতে থাকে দুইটি হাম্পব্যাক তিমি। নৌকার কাছে এদের একজন চলে এলে ওই নারী নাইন-ওয়ান-ওয়ানে ফোন দেন। এই ঘটনা ভিডিও করেন আরেক পর্যটক, যার নাম ড্যারেন লুসিয়ানা। ভিডিওতে দেখা যায়, পর্যটকরা ভয় পেয়ে চিৎকার করছেন। একজন বলছেন, ‘আমি এখনই মরতে চাই না,’, অন্যদিকে লুসিয়ানা নিজে ভিডিও করতে করতে অন্যদেরকে শান্ত হতে বলেন। এ সময়ে একটি তিমি নৌকার নিচে চলে যায় এবং উল্টেপাল্টে খেলতে থাকে। নৌকা ডুবে যাওয়ার আতঙ্কে এক নারী তখন পুলিশকে ফোন দেন এবং ওই নৌকার অবস্থান জানিয়ে পুলিশকে বলেন তার অনেক ভয় লাগছে। বিষয়টা শুনতে হাস্যকর হলেও আসলে ওই নারীর বুদ্ধির প্রশংসা করতে হয়। তিনি ভিডিওর শেষের দিকে জানান, নৌকা উল্টে যাওয়ার ভয়েই তিনি পুলিশকে নৌকার অবস্থান জানিয়ে রাখেন, যাতে উদ্ধার কাজে দেরি না হয়। তবে শেষ পর্যন্ত এমন কিছু হয়নি। নিরাপদেই নৌকাটা দূরে সরে যায় এবং তিমিগুলোও চলে যায়। আলাস্কার মেরিন বায়োলজিস্ট মলি জালেস্কি জানান, অনেক সময়েই নৌকার আশেপাশে তিমিদের খেলতে দেখা যায়। অনেক সময়ে নৌকা যেদিকে যাচ্ছে, তিমিরাও সেদিকেই যেতে থাকে। কখনও কখনও মানুষদের দেখে তারা কৌতূহলী হয়ে ওঠে। এটা অস্বাভাবিক কিছু নয়। এছাড়া আশেপাশে তিমি থাকলে নৌকার ইঞ্জিন বন্ধ রাখার পরামর্শ দেন তিনি। ইঞ্জিন চালু রাখলে তিমি আহত হতে পারে। তিমির কাছে যাওয়া বা তাকে স্পর্শ করারও দরকার নেই। হাম্পব্যাক তিমি মানুষের পরেই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীগুলোর একটি। তারা একটি বাসের চেয়েও বড় হতে পারে। এরা ৬০ ফুট লম্বা এবং ৩৩ টন ভারি হতে পারে। তবে এরা খায় সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সামুদ্রিক শৈবাল।-আইএফএলসায়েন্স
×