ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে নিরপেক্ষতা প্রশ্নে

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি

প্রকাশিত: ০৫:৫০, ১৬ অক্টোবর ২০১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকার অনুরোধ জানাতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করবে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি। সোমবার এক সংবাদ সম্মেলনে সুপ্রীমকোর্ট সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন এ কথা জানান। এদিকে, সুপ্রীমকোর্টে আইনজীবীদের বসার জন্য নির্দিষ্ট হলরুমের চেয়ার-টেবিল সরিয়ে সংবাদ সম্মেলন করাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা তদন্তে চার সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি এই সাব-কমিটি গঠন করে দেয়। অন্যদিকে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সভার গৃহীত সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শীঘ্রই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে সমিতির দীর্ঘদিনের দাবি নতুন একটি বহুতল ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা উদ্ধারের বিষয়ে আলোচনা করা এবং দেশের ক্রান্তিলগ্নে মানুষের ভোটের অধিকার এবং আগামী দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রপতিকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানানো হবে। সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সমিতির সহ সভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সিনিয়র সহ সম্পাদক কাজী মোঃ জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার শফিউল আলম মাহবুব, আহসান উল্লাহ উপস্থিত ছিলেন। হট্টগোলে উপকমিটি গঠন ॥ সুপ্রীমকোর্টে আইনজীবীদের বসার জন্য নির্দিষ্ট হলরুমের চেয়ার- টেবিল সরিয়ে সংবাদ সম্মেলন করাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনায় চার সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি এই সাব-কমিটি গঠন করে দেয়। এ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে গঠিত উপ-কমিটির অন্য সদস্যরা হলেন এ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, মোঃ আহসান উল্লাহ ও শেখ মোহাম্মদ মাজু মিয়া। সাব-কমিটি গঠনের বিষয়ে বলা হয়, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বসাকে কেন্দ্র করে ৯ অক্টোবর সমিতির সাধারণ সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
×