ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালিক ফাঁসির আসামি

কুড়িগ্রামে হানিফ পরিবহনের কাউন্টারে তালা

প্রকাশিত: ০৫:৫১, ১৬ অক্টোবর ২০১৮

কুড়িগ্রামে হানিফ পরিবহনের কাউন্টারে তালা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি হানিফকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে সোমবার কুড়িগ্রাম কাউন্টার বন্ধ করে দিল জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোমবার বেলা ১১টায় শহরের ঘোষপাড়ার ‘হানিফ কাউন্টারের’ ম্যানেজার নূরু মিয়া ছাত্রদের দাবির মুখে কাউন্টারে তালা লাগিয়ে দেন। জানা যায়, রবিবার রাত নয়টায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আমিন ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ রায় বিশু স্বাক্ষরিত একটি স্মারকলিপিসহ সাধারণ ছাত্রদের নিয়ে শহরের কাউন্টার পাড়ায় এসে যাত্রীদের হানিফ পরিবহনে যাতায়াত না করার জন্য অনুরোধ করেন। এসময় তারা সোমবার সকাল থেকে হানিফ কাউন্টার বন্ধ রাখার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে তারা জেলা মোটর মালিক সমিতি’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসীর কাছেও স্মারকলিপি প্রদান করেন। সোমবার সকালে হানিফ কাউন্টারে গিয়ে খোঁজ করে জানা যায়, হানিফের সকাল ৯টার কোচটি নির্ধারিত সময়ে যাত্রীসহ চলে গেছে। এছাড়াও ভূরুঙ্গামারী উপজেলা থেকে কুড়িগ্রাম হয়ে ঢাকায় চলে যাওয়া ডে-কোচটিও সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম কাউন্টারে অবশিষ্ট যাত্রী নিয়ে চলে যায়। এরপরেই ছাত্রলীগের ছেলেরা কাউন্টার বন্ধ করতে আসে।
×