ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়ন রোডম্যাপ সেমিনার

সর্বস্তরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে ॥ চট্টগ্রামে মশিউর

প্রকাশিত: ০৫:৫১, ১৬ অক্টোবর ২০১৮

সর্বস্তরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে ॥ চট্টগ্রামে মশিউর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কৃষির উন্নয়নের পাশাপাশি শিল্প গড়ে না উঠলে দেশের কাক্সিক্ষত সমৃদ্ধি সম্ভব নয়। বাংলাদেশের সর্বস্তরে আজ পরিবর্তনের ছোঁয়া লেগেছে। অর্থনীতির ক্ষেত্রে সক্ষমতা অর্জিত হওয়ায় আমাদের ভবিষ্যত দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। সোমবার চট্টগ্রামে এক সেমিনারে কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির চেয়ারম্যান ড. মশিউর রহমান। বক্তব্যে তিনি চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধিসহ মংলা ও পায়রা বন্দরকে অধিকতর কার্যকর করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে শিক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস নিশ্চিতকরণ, কানেক্টিভিটি, শেয়ার বাজার, কাস্টমসের সক্ষমতা ও রাজস্ব কর ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর আলোকে ‘উন্নয়ন রোডম্যাপ-চট্টগ্রাম বিভাগ’ শীর্ষক এই সেমিনার সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য সচিব টিপু মুন্সি এমপি। বন্দর, ব্লু ইকনোমি, বিগ বি ইনিশিয়েটিভ ও ডেল্টা প্ল্যানকে গুরুত্ব দিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিন। চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহায়তায় সেমিনারে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, চেম্বার সভাপতি মাহবুুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক একেএম আক্তার হোসেন ও ছৈয়দ ছগীর আহমদ, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, এস এম আবু তৈয়ব ও ডা. মঈনুল ইসলাম, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, রিহ্যাব’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, রাঙ্গামাটি চেম্বারের সভাপতি মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া, ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বি.কম, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য ড. কানিজ আকলিমা সুলতানা প্রমুখ। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম মীরসরাই ও আনোয়ারায় ইকনোমিক জোনের কাজ দ্রুত শেষ করে দেশী-বিদেশী প্রকৃত বিনিয়োগকারীদের শিল্প স্থাপনের সহায়তার আহ্বান জানান এবং এক্ষেত্রে প্রায় দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন। তিনি আগামী ৫০ বছরের চাহিদাপূরণে বে-টার্মিনাল ফার্স্ট ট্রেক প্রকল্প হিসেবে বাস্তবায়ন, বন্দরের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ এবং বন্দরে প্রবেশ ও বাহিরে অন্তত ৫টি করে গেট চালু করার অনুরোধ জানান।
×