ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সীমান্তে ইয়াবা কারখানা মিয়ানমারের ষড়যন্ত্র ॥ আমু

প্রকাশিত: ০৫:৫২, ১৬ অক্টোবর ২০১৮

সীমান্তে ইয়াবা কারখানা মিয়ানমারের ষড়যন্ত্র ॥ আমু

বিডিনিউজ ॥ মিয়ানমারের সঙ্গে কয়েকবার বিজিবি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার কথা তুলে ধরে তিনি বলেন, তারা সব কিছুই স্বীকার করে, কিন্তু কাজ হলো সম্পূর্ণ উল্টা। আজ পর্যন্ত ইয়াবা বন্ধ হয়নি। বরং আরও বেশি চালান পাঠানো হচ্ছে। সেই সঙ্গে ইয়াবা প্রস্তুতকারী যেসব রোহিঙ্গা ছিল, তাদেরও চালান দেয়া হয়েছে। বাংলাদেশে বর্তমানে মাদকের মধ্যে ইয়াবা ট্যাবলেটের কথাই সবার আগে আসে। এই ইয়াবা আসে মূলত মিয়ানমার থেকে। ইয়াবা পাচার বন্ধে মিয়ানমার সরকারের সহায়তা চেয়েও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। পুরো বিষয়টি ষড়যন্ত্রমূলক দাবি করে আমু বলেন, এটা মিয়ানমারের একটা বিরাট ষড়যন্ত্র। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সমুদ্রসীমা জয় করেছেন, এটা কিন্তু আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে এ সমুদ্র সীমানা পেয়েছি। এতে সমুদ্রের নিচের বিশাল খনিজ সম্পদ মিয়ানমারের বেহাত হয়েছে। এই জিনিসটা হাতছাড়া হওয়ার কারণেই তারা আমাদের ওপর বেশি ক্ষুব্ধ বলে আমি মনে করি। এই কারণে বারবার তারা বিভিন্ন কথা দিয়ে তারা কথা রাখছে না এবং ষড়যন্ত্রমূলকভাবে আমাদের দেশের তরুণ সমাজকে বিপথগামী করবার জন্যই তারা এই অভিযানটা চালাচ্ছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ইয়াবা নিয়ে মিয়ানমারকে দায়ী করে বক্তব্য দেন আমু। বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি হয়। পণ্যের গুণগত মান ঠিক রেখে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের অবস্থান শক্তিশালী করতে বিএসটিআইর প্রতি আহ্বান জানান আমু।
×