ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্যামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ॥ কার চাপায় নিহত ৩

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ অক্টোবর ২০১৮

শ্যামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ॥ কার চাপায় নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার শ্যামপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরেক ব্যবসায়ী আহত হয়। এদিকে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ীতে শপিং ব্যাগ ও ট্রাভেল ব্যাগে ২৫ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শ্যামপুরে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার সময় তাকে বাঁচাতে গিয়ে রফিকুর রহমান রানা (৫০) নামে আরেক ব্যবসায়ী আহত হয়। ঘটনার পর পুলিশ কালু নামে এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। পুুলিশ জানায়, নিহত রাজ্জাকের শ্যামপুর আইজি গেটে হার্ড বোর্ডের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে আইজি গেট মা কলোনিতে থাকতেন। আর আহত রানার ব্যাংক কলোনি বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি পুরান ঢাকার গে-ারিয়া থাকেন। হাসপাতালে আহতদের স্বজনরা জানান, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার শ্যামপুর আইজি গেট ব্যাংক কলোনির সামনে রাস্তা দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। এ সময় একই এলাকার মোতালেব, সোহেল, কামরুল, মানিক, কালু ও ইজাসহ ৩৪ জন রানা ও রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। মৃত্যুর আগে আব্দুর রাজ্জাক পুলিশকে জানায়, কয়েক দিন আগে হামলাকারীরা ওই এলাকায় একজনের কাছ থেকে জোরপূর্বক টাকা নিচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ করেন রাজ্জাক। এরই জের ধরে রবিবার বিকেলে ওই চাঁদাবাজরা তাকে কুপিয়েছে। আহত রানা হাসপাতালে বলেন, ঘটনার সময় আব্দুর রাজ্জাক নামে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমি একটু এগিয়ে গিয়েছিলাম। এ সময় ওই ব্যক্তি আহত অবস্থায় দৌড়ে আমার দোকানের দিকে আসছিল। তখন আমি দোকান বন্ধ করছিলাম। এ সময় হামলাকারীরা আমাকেও কুপিয়ে আহত করে। পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক খুনের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে শ্যামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ঘটনায় কালু নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ॥ রাজধানীর মিরপুর, রূপনগর ও বনানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছে। এরা হলেন, নওগাঁর দুই ব্যবসায়ী রাজ্জাক (৪৬) ও তার বন্ধু জাহিদুর রহমান দুদু (৪৫) এবং অজ্ঞাত (২৭) এক যুবক। পুলিশ জানায়, সোমবার দুপুরে তাদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রূপনগর থানা পুলিশ জানায়, রবিবার গভীর রাতে মোটরসাইকেলযোগে দুই বন্ধু রাজ্জাক ও দুদু সাভার থেকে মিরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোড়ান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই বন্ধু রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত রাজ্জাক ও দুদুর গ্রামের বাড়ি নওগাঁয়। সোমবার বিকেলে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে সোমবার সকাল সোয়া ৬টার দিকে আর্মি স্টেডিয়ামের সামনের সড়ক দুর্ঘটনায় সায়াত শেখ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বনানী থানার পুলিশ জানায়, সকালে আর্মি স্টেডিয়ামের সামনের সড়ক দৌড়ে পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় একটি বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ওই যুবক রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছিলেন। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মৃত মান্নাফ শেখ। গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার বেমনডাঙ্গা গ্রামে। ট্র্যাভেল ব্যাগে ইয়াবা ॥ রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় শপিং ব্যাগ ও ট্রাভেল ব্যাগে ২৫ হাজার পিস ইয়াবাসহ সাতজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মোফাজ্জল আকন্দ (৫৮), মোঃ উজ্জ্বল (৩২), মোজাম্মেল (২৫), কাওসার (২৭), আজাদুল ইসলাম (৩২), রিয়াদ (১৮) ও রুবেল (১৮)।
×