ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিলংয়ে সালাহ উদ্দিনের রায় চতুর্থবারের মতো পেছাল

প্রকাশিত: ০৬:০০, ১৬ অক্টোবর ২০১৮

শিলংয়ে সালাহ উদ্দিনের রায় চতুর্থবারের মতো পেছাল

বিডিনিউজ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলার রায় চতুর্থবারের মতো পিছিয়ে গেছে। শিলংয়ের বিচারিক হাকিম ডি জি খারশিংয়ের আদালতে সোমবার এই রায় ঘোষণার কথা থাকলেও বিচারক রায় না দিয়ে ৯ নবেম্বর নতুন তারিখ রাখেন বলে সালাহ উদ্দিন আহমেদের আইনজীবী এপি মহন্তে জানান। শিলং থেকে তিনি বলেন, ‘রায় প্রদান কিংবা পেছানোর বিষয়টি সম্পূর্ণ বিচারকের এখতিয়ার। তবে কয়েক দফা রায় পেছানোয় আমি হতাশ হচ্ছি, আমার মক্কেলও হতাশ হচ্ছেন।’ এর আগে গত ২৮ সেপ্টেম্বর রায়ের তারিখ থাকলেও বিচারক তা পিছিয়ে ১৫ অক্টোবর নতুন তারিখ রেখেছিলেন। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স এ্যাক্টের ১৪ ধারায় তিন বছর ধরে এ মামলা চলছে সালাহ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে এ আইনে সর্বোচ্চ পাঁচ বছর কারাদ-ের বিধান রয়েছে।
×