ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিকটিকির ফোন

প্রকাশিত: ০৬:০০, ১৬ অক্টোবর ২০১৮

টিকটিকির ফোন

সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র যুক্তরাষ্ট্রের ‘দ্য মেরিন ম্যামাল সেন্টার।’ প্রাণীদের এ হাসপাতাল থেকে একটি ফোন কল পেয়ে হকচকিয়ে যান সবাই। অবশ্য প্রথমে খানিকটা সংশয়ও ছিল তাদের। হাসপাতালটি থেকে নিরবচ্ছিন্ন ফোন কল আসতে শুরু করে। কিন্তু অপর প্রান্ত থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায় না। এ নিয়ে সেখানে কর্মরত প্রাণী চিকিৎসকরা পড়েন সংশয়ে। এরপর কর্তব্যরত এক সামুদ্রিক প্রাণী চিকিৎসক দুপুরে খাবার খেয়ে সেখানে তদন্তে নামেন। তিনি পুরো হাসপাতাল ঘুরে দেখেন একটি টিকটিকি টেলিফোনের ওপরে বসে আছে। টাচ স্ক্রিনের ওপর বসে থাকায় চাপ পড়ে বারবার কল যাচ্ছে সেখান থেকে। হাসপাতালের চিকিৎসক ডা. ক্লেইরি সিমিয়ন বলেন, আমি খুব বিচলিত হয়েছিলাম। কেননা বারবার একটি কল আসছিল। কিন্তু কোন সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। আমি ভেবেছি খুব জরুরী কিছু ঘটেছে। তিনি বলেন, ১৫ মিনিটে প্রায় নয়বার কল আসে। এরপর আমি হাসপাতালে ফিরে যাই। গিয়ে খুঁজে দেখি একটি টিকটিকি টেলিফোনের ওপর বসে আছে।-ওয়েবসাইট
×