ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অদ্ভুত নিয়ম

প্রকাশিত: ০৬:০০, ১৬ অক্টোবর ২০১৮

অদ্ভুত নিয়ম

বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য বা অন্য কোন দেশের দুই বছরের শিশুর সঙ্গে দক্ষিণ কোরিয়ার দুই বছরের শিশুর মধ্যে আসলে বয়সের পার্থক্য কিন্তু এক বছর। এর কারণ দক্ষিণ কোরিয়ায় জন্মের সঙ্গে সঙ্গে ওই শিশুর বয়স ধরা হয় এক বছর। শত শত বছর ধরে দক্ষিণ কোরিয়া বয়স গণনা করার জন্য এই ভিন্ন পদ্ধতি ব্যবহার করে আসছে। বিশ্বের অন্য কোন দেশে এই পদ্ধতিতে বয়স গণনা করা হয় না। ফলে বিশ্বের অন্য যেকোন প্রান্তের বয়সের মানুষের চেয়ে দক্ষিণ কোরিয়ার মানুষের বয়স সবসময় এক বছর বেশি হয়ে থাকে। কোরিয়ার বয়স গণনা করার এই পদ্ধতিকে ‘কোরিয়ান এইজ’ বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, যে শিশুটি দক্ষিণ কোরিয়ায় ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করবে, ঠিক পরের দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন তার বয়স গণনা করা হবে দুই বছর। -কোয়ার্টজ.কম
×