ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ হচ্ছে না ॥ সিবিএস সিক্সটি মিনিটে ট্রাম্প

পুতিন গুপ্তহত্যার সঙ্গে জড়িত

প্রকাশিত: ০৬:৩৩, ১৬ অক্টোবর ২০১৮

পুতিন গুপ্তহত্যার সঙ্গে জড়িত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বিষপ্রয়োগ ও গুপ্তহত্যার সঙ্গে জড়িত। রবিবার প্রচারিত মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি রাশিয়া ছাড়াও উত্তর কোরিয়া, চীন, সৌদি আরব, মুয়েলারের তদন্ত, জলবায়ু পরিবর্তন ও কাভানার নিয়োগের মতো নানা বিষয়ে কথা বলেন। সিএনএন। পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘রুশ প্রেসিডেন্ট সম্ভবত গুপ্তহত্যা ও বিষপ্রয়োগের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এটা আমাদের দেশে ঘটেনি। অবশ্যই তাদের এটা করা উচিত হয়নি।’ পুতিন সম্পর্কে ট্রাম্প খুব কৌশলী-উপস্থাপক লেসলি স্টাল এমন কথা বললে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমি পুতিনের প্রতি ব্যক্তিগতভাবে খুবই কঠোর। আমাদের দু’জনের বৈঠক হয়েছিল। ব্যাপক সমালোচিত ওই বৈঠকের শেষে ট্রাম্প যেভাবে যৌথ সংবাদ সম্মেলন করেন তাতে তিনি যথেষ্ট সমালোচিত হন। সম্প্রতি তুরস্কে নিখোঁজ হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগি সম্পর্কে ট্রাম্প বলেন, সৌদি আরব এর জন্য দায়ী প্রমাণিত হলে দেশটিকে শাস্তি পেতে হবে। তবে দেশটিতে বিপুল অঙ্কের অস্ত্র রফতানি বন্ধের কোন পরিকল্পনা তার নেই। তিনি বলেন, সৌদি আরবের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করা হবে আত্মঘাতী। খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় রিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ বাড়তে থাকার মধ্যে তিনি বলেন, অস্ত্র বিক্রি বন্ধ করা হলে নিজেদেরই শাস্তি দেয়া হবে। মার্চে সৌদি আরবের কাছে ১২৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে যুক্তরাষ্ট্র। ভিন্ন মতাবলম্বী ও রাজ পরিবারের সমালোচক খাশোগি ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বের হননি। তুরস্কের অভিযোগ সৌদি আরব ১৫ জনের একটি ঘাতক দল পাঠিয়ে তাকে হত্যা করে। রিয়াদ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। ওই সাংবাদিকের ভাগ্যে আসলে কি ঘটেছে তা জানার জন্যে সৌদির ঘনিষ্ঠ মিত্র ট্র্রাম্পের ওপর চাপ অব্যাহত রয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্যরা রিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ট্রাম্পের কাছে দাবি জানান। ইয়েমেন যুদ্ধে বেসামরিক প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় সৌদি জোটের বিরুদ্ধে আগে থেকেই উদ্বেগ ছিল। ট্রাম্প বলেন, ‘আমাদের কাছ থেকে না কিনলে রাশিয়া বা চীনের কাছ থেকে কিনবে। আমার মনে হয় এই সুযোগ দেয়া হবে বোকামি’। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুয়েলার এখন তদন্ত করছেন। ট্রাম্প এ প্রসঙ্গে বলেছেন, রাশিয়া হস্তক্ষেপ করেছে, কিন্তু আমার মনে হয় চীনও এটি করেছে। আমার দৃষ্টিতে চীন অনেক বড় সমস্যা। চীনের বাণিজ্য সম্পর্কে তিনি বলেন, আরও শুল্ক আরোপ করা হতে পারে। তারা আলোচনা করতে চায়। জলবায়ু পরিবর্তন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় কিছু ঘটছে, কিছু পরিবর্তন হচ্ছে। তবে আমি মনে করি না এটা মনুষ্যসৃষ্ট। এ জন্য আমি হাজার হাজার কোটি ডলার খরচ করতে চাই না।’ ট্রাম্প বলেন, হিসেবে হোয়াইট হাউসে থাকাটা তার জন্য আরামদায়ক, যদিও রাজনৈতিক কিছু ঝামেলার মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। সম্প্রতি নিয়োগ পাওয়া সুপ্রীমকোর্টের বিচারপতি ব্রেট কাভানাকে নিয়েও কথা বলেন ট্রাম্প। অভিবাসন নীতি নিয়ে তিনি বলেন, অন্য দেশ থেকে যারা আমেরিকায় আসছে তারা মেধার ভিত্তিতে আসুক। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে নয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়াকে ট্রাম্প বড় অগ্রগতি বলে বিবেচনা করেন।
×