ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘের হস্তক্ষেপে ইকুয়েডরের সিদ্ধান্ত

এ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ অক্টোবর ২০১৮

এ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন

ইকুয়েডর তার লন্ডন দূতাবাসে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ আংশিকভাবে পুনঃস্থাপন করেছে বলে এক প্রতিবেদনে জানা গেছে। গত ছয় বছরেরও বেশি সময় ধরে তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। খবর গার্ডিয়ানের। মার্চ মাসে ইকুয়েডরের সরকার এ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগটি স্থগিত করে রাখে। তখন বলা হয়েছিল, এ্যাসাঞ্জ ২০১৭ সালের শেষের দিকে সরকারের কাছে লিখিত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। যেজন্য তার ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয়ার সময় এ্যাসাঞ্জ এক লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করবেন না। রবিবার প্রেস এ্যাসোসিয়েশন প্রতিবেদন প্রকাশ করেছে যে, ইকুয়েডর তার লন্ডন দূতাবাসে এ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ, মোবাইল ফোন ও দূতাবাসে দর্শনার্থী প্রবেশের বিষয়টি আংশিকভাবে পুনঃস্থাপন করেছে। উইকিলিকস প্রতিষ্ঠাতা ২০১২ সালের জুন মাস থেকে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। তখন থেকে তিনি সেখানে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। যৌন অপরাধের অভিযোগে সুইডেনের প্রত্যর্পণ এড়াতে তিনি ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। এ অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। পরে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। গত বছর সুইডেন এ্যাসাঞ্জের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয়। তবে অপরাধ সংক্রান্ত মামলায় জামিন না নেয়ায় ব্রিটেন তাকে গ্রেফতার করতে পারে। এ্যাসাঞ্জ জানান, তিনি আশঙ্কা করছেন যদি ভবনটি ছেড়ে যান তাহলে উইকিলিকসের কার্যক্রম নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ব্রিটেন তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এক বিবৃতিতে উইকিলিকস জানিয়েছে, জাতিসংঘের দুজন উর্ধতন কর্মকর্তা ও ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনোর সঙ্গে শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, ইকুয়েডর উইকিলিকস প্রকাশক জুলিয়ান এ্যাসাঞ্জকে আর নিঃসঙ্গ রাখবে না। তার ওপর আলাদাভাবে যে ধরনের নিষেধাজ্ঞা রয়েছে তা দূর করা হবে। উইকিলিকসের প্রধান সম্পাদক ক্রিস্টিন হারাফনসন বলেন, এটা ইতিবাচক যে জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে ইকুয়েডর আংশিকভাবে এ্যাসাঞ্জের বিচ্ছিন্ন করে রাখা ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করেছে। যদিও তার মত প্রকাশের স্বাধীনতা এখনও সীমিত।
×