ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এরদোগানের সঙ্গে ফোনে কথা বললেন সৌদি বাদশাহ

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ অক্টোবর ২০১৮

এরদোগানের সঙ্গে ফোনে কথা বললেন সৌদি বাদশাহ

সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রাষ্ট্রীয় সৌদি বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রবিবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আলাপচারিতা সম্পন্ন হয়েছে। -খবর ইরনার টেলিফোনালাপে খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে তদন্ত করার জন্য দু’দেশের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান সৌদি বাদশাহ সালমান। আঙ্কারার সঙ্গে রিয়াদের সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। সৌদি বাদশাহ ফোনালাপে বলেন, দুই দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্ক নষ্ট করার ক্ষমতা কারও নেই। খাশোগি এক সময় সৌদি সরকারের উপদেষ্টা থাকলেও এক পর্যায়ে সরকারের নানা কাজের সমালোচনা করা শুরু করেন এবং ২০১৭ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে চলে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট হিসেবে কাজ করতেন। জামাল খাশোগি গত সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব বলেছে, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকা- ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার।
×