ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

দ্বীপের মালিক দুই দেশ! স্পেন ও ফ্রান্সকে আলাদা করে দিয়েছে একটি নদী। এটির নাম বিদাসোয়া। এরই মাঝখানে অবস্থিত অদ্ভুত সুন্দর একটি দ্বীপ। বছরের ছয় মাস যে দ্বীপের মালিকানা থাকে স্পেন সরকারের হাতে আর বাকি ছয় মাস ফ্রান্সের। অর্থাৎ এক ইঞ্চি নড়াচড়া না করেই দ্বীপটি স্পেনে ঘুমায় আর ফ্রান্সে জেগে ওঠে! এই দ্বীপের নাম ফিজেন্ট আইল্যান্ড। স্প্যানিশ ভাষায় এটিকে ডাকা হয় ‘ইসলা দে আইওস ফেইসানিস’ নামে। ফরাসীরা এটিকে ডাকে ‘আই দেস ফেইসানস’ বলে। নদীর ঠিক মাঝখানের এ দ্বীপটি এক ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত স্পেন সরকারের অধীনে থাকে আর বাকি ছয় মাস ফ্রান্সের। নৈসর্গিক সৌন্দয্যে ভরপুর এ দ্বীপে পুরনো সব স্থাপত্য আছে। ফ্রান্স কিংবা স্পেন কোন দেশই দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ করতে দেয় না। স্থাপত্যগুলোর সামনে দাঁড়িয়ে সেলফি তোলাও নিষিদ্ধ। -ওয়েবসাইট মাসিক বেতনে চোর নিয়োগ! ভারতের জয়পুরের আশীষ মিনা (২১) তার নিজের অধীনে মাসে ১৫ হাজার টাকা বেতন দিয়ে ছয় চোরকে নিয়োগ করে। তাদের কাজ বিভিন্ন এলাকায় বাইক, সোনার হার ও মোবাইল ফোন চুরি করা। শুধু তাই নয়, এ চুরির জন্য বেতনের পাশাপাশি কমিশনও পেত তারা। প্রতিদিনই চোররা চুরির কাজে বেড়িয়ে পড়ত নিয়মমতো। পুলিশ জানিয়েছে, দলের নেতা ও ছয় চোরকে আটক করা হয়েছে। তারা জয়পুরের জওহার সার্কেল, শিবদাসপুরা, খো নগোরিয়ান, সঙ্গানার ও অন্যান্য এলাকায় চুরি করত। পুলিশের কাছে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করার পর তাদের আটক করা হয়। সিসি ক্যামেরা খতিয়ে দেখার পর নিশ্চিত হয় যে, সবাই একই গ্যাংয়ের সদস্য। আটক করার সময় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ৩৩টি মোবাইল, ল্যাপটপ, দুটি সোনার হার ও চারটি বাইক উদ্ধার করে। চোরাই মাল বিক্রি করে আশীষ অন্য চোরদের বেতন দিত। সবাই অশিক্ষিত ও বেকার। -ওয়েবসাইট
×