ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ সিরিয়ার

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ অক্টোবর ২০১৮

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ সিরিয়ার

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে নিষিদ্ধ বোমা হামলার বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ জানায়। খবর ইরনার। চিঠিতে সিরিয়ার দেইর আয-জোর প্রদেশের হাজিন গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপের কথা উল্লেখ করে বলা হয়, মার্কিন বাহিনী জঙ্গী দমনের নামে উল্টো সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে। চিঠিতে হাজিন গ্রামে হামলার বিষয়ে তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ের দাবিদার মার্কিন জোট শনিবার দেশটির দেইর আয-জোর প্রদেশে ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। স্থানীয় সূত্রগুলো সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছে, দেইর আয-জোরের হাজিন গ্রামে মার্কিন জোট ওই বোমা ফেলে। তবে এ হামলায় এখনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ইদলিব ছাড়ার সময়সীমা শেষ সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী ঘাঁটি ইদলিবের পরিকল্পিত একটি নিরাপদ অঞ্চল দিয়ে বিদ্রোহীদের চলে যাওয়ার জন্য বেঁঁঁধে দেয়া সময়সীমা সোমবার শেষ হয়ে গেলেও তাদের সেখান থেকে চলে যাওয়ার কোন নিদর্শন পাওয়া যায়নি। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারী বাহিনীর অভিযান ঠেকাতে রাশিয়া-তুরস্ক মধ্যস্থতা চুক্তি বাস্তবায়নের জন্য বিদ্রোহীদের চলে যাওয়া ছিল দ্বিতীয় ও শেষ শর্ত। -এএফপি
×