ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পণ্যের মান ঠিক রাখতে টনক নড়ছে কোম্পানিগুলোর

প্রকাশিত: ০৬:৪১, ১৬ অক্টোবর ২০১৮

পণ্যের মান ঠিক রাখতে টনক নড়ছে কোম্পানিগুলোর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএসটিআইয়ের নজরদারি আর ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায় দেশীয় পণ্যের প্রতি আস্থা ফিরেছে ভোক্তা সাধারণের। তবে পণ্যের ভেজাল রোধে আরও তৎপর হওয়ার দাবি তাদের। এ ক্ষেত্রে উৎপাদক প্রতিষ্ঠানের প্রতারণা বন্ধে বিএসটিআইর সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আর বিএসটিআই বলছে, মানহীন পণ্য বাজারজাতকরণ বন্ধে আরও সচেতন হতে হবে ভোক্তাদের। পণ্যের মান ঠিক না থাকা কিংবা নকল পণ্য বাজারজাতকরণ। এমন নানান অভিযোগে হরহামেশাই দেখা যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। তথ্য মতে, গেল অর্থবছরে শুধু বিএসটিআই থেকেই এ ধরনের অভিযান পরিচালনা করা হয় ৬৫৪টি। যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯১০টি মামলার বিপরীতে অর্থদ- করা হয় ৪ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। পণ্যের গুণগত মান ঠিক রাখতে তাই টনক নড়েছে বিভিন্ন কোম্পানিরও। পরিসংখ্যানে দেখা যায়, শুধু গেল অর্থবছরেই বিএসটিআই থেকে ১৬১টি পণ্যের সার্টিফিকেট নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। আর সংস্থাটির শুরু থেকে এ যাবৎকাল মান প্রদান করা হয়েছে ৩ হাজার ৮০১টি পণ্যের। এতে দেশী পণ্যের প্রতি আস্থা যেমন বেড়েছে তেমনি মান বজায় রাখতে নজরদারি বাড়ানোর দাবি ভোক্তা সাধারণের। শুধু মান সনদ প্রদানেই সীমাবদ্ধ না থেকে, পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে প্রতিষ্ঠানগুলো মান রক্ষা করছে কি-না, তা নিশ্চিত করতে বিএসটিআই’র সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। ক্যাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, পণ্য যে তারা একবার সার্টিফিকেট দিয়ে দেয়, এই পণ্যটা প্রতি তিনমাস অন্তর অন্তর তাদের ল্যাবরেটরিতে তাদের মানের সঙ্গে ঐসব পণ্যের মান ঠিক আছে কিনা দেখে না।
×