ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুড়িমারী স্থলবন্দর ৫দিন ছুটির ফাঁদে

প্রকাশিত: ০৬:৪২, ১৬ অক্টোবর ২০১৮

বুড়িমারী স্থলবন্দর ৫দিন ছুটির ফাঁদে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ সনাতন ধর্মপ্রিয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ৫দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আমিন বাবুল জানান, দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে সোমবার (১৫ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পর্যন্ত ভারতে শারদীয় দুর্গাৎসবের সরকারী ছুটি এবং শুক্রবার (১৯ অক্টোবর) বাংলাদেশের সাপ্তাহিক ছুটি মিলে টানা ৫দিন বন্ধ থাকছে বাংলাদেশের বুড়িমারী ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার (২০ অক্টোবর) থেকে যথারীতি চালু থাকবে বন্দরের সকল ধরনের কার্যক্রম। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার ছুটির সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে ইমিগ্রেশনে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। শনিবার থেকে সচল হবে বুড়িমারী স্থল বন্দরের সকল কার্যক্রম। চীনে গাড়ি বিক্রি কমেছে ১১ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সেপ্টেম্বরে চীনে ২ লাখ ৪০ হাজার গাড়ি বিক্রি হয়েছে। বছরের ব্যবধানে দেশটিতে গাড়ি বিক্রি কমেছে প্রায় ১১ দশমিক ৬ শতাংশ। দেশটির অটোমোবাইল ব্যবসায়ীদের সংগঠন চীন এ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফেকচারারের প্রতিবেদনে জানানো হয়, বাড়তি শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের কারণেই গাড়ি আমদানি ও বিক্রি কমেছে। চলতি অর্থবছরে এই খাতের বাণিজ্য আরও কমতে পারে। চীনে গাড়ি বিক্রিতে সবচেয়ে বেশি পিছিয়েছে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল জায়ান্ট ফোর্ড। বছরের ব্যবধানে চীনে তাদের গাড়ি বিক্রি প্রায় ৪৩ শতাংশ কমেছে। এছাড়া জেনারেল মোটরস, ভক্সওয়াগন, জাগুয়ার ল্যান্ড রোভারসহ অন্যান্য প্রতিষ্ঠানের গাড়ি বিক্রিও হ্রাস পেয়েছে।
×