ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ অক্টোবর ২০১৮

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রশ্নফাঁসের অভিযোগে মামলা ও গ্রেফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সকালে এই দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দুপুর ১টায় উক্ত ইউনিটের ফল প্রকাশ করা হবে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় উপাচার্য দফতরের এ্যাসাইনমেন্ট অফিসারের প্রেরিত ভুল তথ্যের জন্য ‘আগামীকাল ‘ঘ (এযধ)’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে’ মর্মে আজ (১৫ অক্টোবর ২০১৮ সোমবার) প্রেস বিজ্ঞপ্তি প্রেরিত হয়েছিল। উপাচার্য মহোদয়ের আদেশক্রমে এই প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হলো। অনাকাক্সিক্ষত এই ভুলের জন্য বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করা যাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে যথাসময়ে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ওটা অফিসের ভুল হয়েছে। এখনও তদন্ত রিপোর্ট পাইনি। রিপোর্ট না পেয়ে তো আমি ফল প্রকাশ করতে পারি না। প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে হাতে লেখা প্রশ্নপত্রের ১৪টি ছবি সাংবাদিকদের কাছে আসে। যাচাই করে দেখা যায়, পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে এক ভর্তি পরীক্ষার্থীর মোবাইল ফোনে হাতে লেখা প্রশ্নপত্রের ছবিগুলো আসে। অন্যদিকে প্রশ্ন জালিয়াতির ঘটনায় এই ছয়জনসহ জড়িত অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফের পরীক্ষা নেয়ার দাবি ॥ এদিকে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ফের নেয়ার দাবি জানিয়েছে নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।
×