ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৃষ্টি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ অক্টোবর ২০১৮

দৃষ্টি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

বিশ্ব সাদা ছড়ি দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে ‘ডোরস্্ ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস)’ গত ১৩ আগস্ট শনিবার ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর হাতিরপুলের একটি রেস্টুরেন্টে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ডিআইএস-ই প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট লেভেল কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট বিশ^বিদ্যালয়ের এক্সিকিউটিভ সেল্ডেটারি ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য এবং স্পর্শ প্রকাশনীর প্রতিষ্ঠাতা নাজিয়া জেবিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনোভেশন গ্যারেজ’র ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান অমিত, সিডিডি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাতীয় প্রতিবন্ধী ল্ডিকেট দলের সাবেক অধিনায়ক বুলেট, ডিসিএফ’র নির্বাহী পরিচালক নাসরিন সুলতানা ও ডিডব্লিউএফ’র নির্বাহী পরিচালক মর্জিনা আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাত কাদের বিনতা এবং কোষাধ্যক্ষ এ্যাডভোকেট সানিয়া সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম ফেরদৌস আলম। এ সময় তিনি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে স্বনির্ভরতা আনয়নের লক্ষ্যে দৃষ্টিপ্রতিবন্ধীবান্ধব ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আয়োজনের ঘোষণা দেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ডিআইএস-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ব্যারিস্টার সীমা ইকবাল। অনুষ্ঠান শেষে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সাদাছড়ি বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি।
×