ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রকাশিত: ০৬:৫১, ১৬ অক্টোবর ২০১৮

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষক নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার একদিলতলা হাটের মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর মোহনপুর থানা পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে। নিহত শিক্ষকের নাম নুরুজ্জামান খান। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের নওশের আলী খানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শিক্ষক নুরুজ্জামান খান (৩৬) মোটর সাইকেল নিয়ে জয়পুরহাট থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। সকাল ১০ টার দিকে মোহনপুর উপজেলার একদিলতলার হাটের মোড়ে পৌঁছলে পেছন থেকে আসা ট্রাক্টরের সামনে পার হওয়ার সময় একটি সিএনজির ধাক্কায় ট্রাক্টরের চাকার নিচে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে কলেজ শিক্ষক নিহত হয়েছেন। মণিরামপুরে দুই চালক স্টাফ রিপোর্টার যশোর থেকে জানান, মণিরামপুরে বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাইসাইকেল চালক আব্দুস সাত্তার (৪৭) ও মোটরসাইকেল চালক আনারুল (১৫)। রবিবার রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের এনায়েতপুর বাজারসংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সাত্তার এনায়েতপুর গ্রামের মহিনুদ্দীনের ছেলে। আর কিশোর আনারুল একই উপজেলার খেদাপাড়া গ্রামের উত্তরপাড়ার আবুল বাসারের ছেলে। সিরাজগঞ্জে কাঁচামাল ব্যবসায়ী স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, ট্রাকের ধাক্কায় পঙ্কজ দেবনাথ (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে সদর হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযাগ সড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পঙ্কজ দেবনাথের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামে। গাজীপুরে ট্রাক চালক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে ওই ট্রাকেরই চালক। নিহতের নাম কমল চন্দ্র দাস (৩০)। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজপুর গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে। স্থানীয়রা জানায়, শ্রীপুর পৌর এলাকার ডিজাইনটেক্স নিট ওয়্যার লিমিটেড কারখানা থেকে ঝুট নেয়ার জন্য সোমবার বেলা ১১টার দিকে ট্রাক নিয়ে ভেতরে প্রবেশ করে কমল। পরে ট্রাকটিতে ত্রুটি ধরা পড়লে সেটি মেরামত করতে ট্রাকের নিচে শুয়ে চালক কমল কাজ করছিল। এ সময় কারখানার ভেতর অপর একটি সিমেন্টের ক্লিংকারবাহী গাড়ি ট্রাকটিকে ধাক্কা দিলে চালক কমল তার নিজের চালিত ট্রাকের চাকায় পিষ্ট হয়। নাটোরে মোটরসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নলডাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় মকা হোসেন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণ রেলগেট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকা হোসেন নাটোর সদর উপজেলার তেলকুপি ঘাটের আশকর আলীর ছেলে। জানা গেছে, মকা হোসেন বাজার করতে মোটরসাইকেলযোগে বাসুদেবপুরহাটে আসছিল। এ সময় বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে রেলগেট পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়েমুছড়ে যায়। বি’বাড়িয়ায় বাইক চালক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সদর উপজেলার কালিসীমা-গোকর্ণ সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম রাকিব মিয়া (১৮)। সে গোকর্ণঘাট এলাকার সামছু মিয়ার ছেলে। জানা যায়, কালিসীমা-গোকর্ণ সড়কে ইজিবাইকটি শহরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
×