ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ০৬:৫১, ১৬ অক্টোবর ২০১৮

কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ অক্টোবর ॥ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুজন নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে নগরীর বিষ্ণুপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। জানা গেছে, রবিবার রাত সাড়ে ১২টার দিকে সুজনকে (২৪) স্থানীয় অভি, সবুজ, তোতা মিয়াসহ ৫-৬ জন বাড়ি থেকে ডেকে একই এলাকার নির্মাণাধীন একটি ৫তলা ভবনের ৩য় তলায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে সোমবার ভোরে ঢাকায় নেয়ার পথে সুজন মারা যায়। পঞ্চগড়ে গৃহবধূ স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, তেঁতুলিয়া উপজেলায় শেফালি আক্তার (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। যৌতুকের জন্য তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে মর্মে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার সকালে নির্যাতনের শিকার গৃহবধূ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পরই গৃহবধূর স্বামী পালিয়ে গেলেও পুলিশ নিহত গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ও ননদকে আটক করে। ফটিকছড়িতে যুবক নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, দু’গ্রুপের কথা কাটা কাটিকে কেন্দ্র করে ফয়সাল (২২) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় নবগঠিত খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরাম এলাকার ফুলতলী বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় চা দোকানে কথা কাটাকাটিতে ওই এলাকার মনছফ আলী বাড়ির মোহাম্মদ মনা মিয়া, আবু তাহেরের সঙ্গে একই এলাকার মতোয়াল চুন্নি বাড়ির মোহাম্মদ ফয়সাল, আজগর হোসেন ও কদর আলীর সঙ্গে বাড়ির আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মনা ও তাহের কোমর থেকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে ওই সময় ফয়সাল নামে এক যুবক ছুরিকাঘাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
×