ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩২, ১৬ অক্টোবর ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৬। বাক্যে পদ-সংস্থাপনার ক্রম অনুসারে কারক বিভক্তি যুক্ত পদ কোথায় বসে? ক) বিশেষ্যের পরে খ) বিশেষণের পরে গ) বিশেষ্যের পূর্বে ঘ) বিশেষণের পূর্বে ১৭। অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? ক) চোরা খ) নিমাই গ) লেজুড় ঘ) লাজুক ১৮। ‘কোনভাবেই যা নিবারণ করা যায় না’Ñ এক কথায় প্রকাশ কোনটি? ক) অনিবার্য খ) দুর্নিবার গ) দুর্দমনীয় ঘ) অনির্বাণ ১৯। সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি? ক) ছেলেটি কানে শোনে না খ) ছেলেটি কথা শোনে না গ) আমি রাতে ভাত খাব না ঘ) বাবাকে ভয় করে ২০। ‘রোগ হলে ঔষধ খাবে’Ñভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পেয়েছে? ক) বিধান খ) আদেশ গ) অনুরোধ ঘ) অনুনয় ২১। ‘ভ’ত’এর বিপরীত শব্দ কোনটি? ক) উপচয় খ) পেতœী গ) জিন ঘ) ভবিষ্যত ২২। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য স্বর ‘অ’ এর উচ্চারণ কেমন হয়? ক) সংবৃত খ) বিবৃত গ) হ্রস্ব ঘ) দীর্ঘ ২৩। কোনটি অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? ক) আগ্নেয় খ) মানব গ) হৈমন্তিক ঘ) সৌর ২৪। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়? ক) বিশেষ্য খ) বিশেষণ গ) অব্যয় ঘ) কৃদন্ত ২৫। ‘বিশেষ’ অর্থে উপ উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে? ক) উপকূল খ) উপবন গ) উপভোগ ঘ) উপকণ্ঠ ২৬। ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’Ñএখানে ধ্বন্যাতœক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? ক) বিশেষ্য খ) বিশেষণ গ) ক্রিয়া ঘ) ক্রিয়া বিশেষণ ২৭। ‘বধ’ শব্দের সঠিক ক্রিয়া প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক) হন্+অল্ খ) বধ্+ অল্ গ) বধ্+অ ঘ) হন্+ণিন ২৮। হিঁচ্ড়া ছিট্কা-কোন আদিগণের অন্তর্ভুক্ত? ক) ছোবলা খ) উল্টা গ) বিগ্ড়া ঘ) উঠ্ ২৯। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? ক) কালাধিকরণ খ) বৈষয়িক অধিকরণ গ) অভিব্যাপক অধিকরণ ঘ) ঐকদেশিক অধিকরণ ৩০। বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে কী হয়? ক) মূর্ধন্য শিশ খ) দন্ত শিশ গ) ঘোষ মহাপ্রাণ ঘ) তালব্য শিশ (বিঃদ্রঃ সঠিক উত্তরগুলো নীচে দাগ দ্বারা চিহ্নিত) -শিক্ষাসাগর ডেস্ক
×