ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের প্রতি ২০ দলীয় জোটের সমর্থন

প্রকাশিত: ০৮:১৭, ১৬ অক্টোবর ২০১৮

ঐক্যফ্রন্টের প্রতি ২০ দলীয় জোটের সমর্থন

স্টাফ রিপোর্টার ॥ ড.কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোটে বিএনপির যোগ দেয়াকে সমর্থন জানিয়েছে তাদের পুরনো জোট ২০ দল। সোমবার রাতে ২০ দলের নেতাদের এক বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিনামা ও লক্ষ্যগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্ত হয় বলে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান জানিয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জামায়াতে ইসলামী, বিজেপি ও এলডিপিসহ জোটের শরিক দলের নেতাদের নিয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য প্রক্রিয়ার কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর তাদের নিয়ে বিএনপির জোট শরিক দলগুলোর অসন্তোষের খবর প্রকাশের মধ্যে এই বৈঠক হলো। মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, জামায়াতের নেতা মাওলানা আব্দুল হালিম, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রকিব। বৈঠক শেষে নজরুল এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট যে গঠিত হয়েছে, তার দাবিনামা ও লক্ষ্যসমূহ আজকের সভায় আমরা পর্যালোচনা করেছি। আমরা আলোচনা করে এই মর্মে ২৯ দলীয় জোট একমত হয়েছি যে, এটা স্বৈরাচারী সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অগ্রগতি। আমরা সেজন্য এই ফ্রন্টকে স্বাগত জানাচ্ছি ২০ দলীয় জোটের পক্ষ থেকে। আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে সেজন্য ফ্রন্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।
×