ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ বিশ্ব দক্ষতা ফোরামের সদস্য হয়েছে

প্রকাশিত: ০৮:১৭, ১৬ অক্টোবর ২০১৮

বাংলাদেশ বিশ্ব দক্ষতা ফোরামের সদস্য হয়েছে

বাংলাদেশ মর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক ‘বিশ্ব দক্ষতা’ ফোরামের সদস্য হয়েছে। যুবকদের দক্ষতা উন্নয়নে এ ফোরাম কাজ করছে। সোমবার নেদারল্যান্ডসের আমস্টারডামে বিশ্ব দক্ষতা সম্মেলন-২০১৮ বাংলাদেশকে ৭৯তম দেশ হিসেবে এ স্বীকৃতি দেয়া হয়। বিশ্বের ৭৯তম সদস্য বিশিষ্ট দেশের এ বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান চার সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর বাসসর। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) এবিএম খোরশেদ আলম এবং পরিচালক মোঃ রেজাউল করিম ও উপ-পরিচালক কামরুজ্জামান।
×