ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীর বিশ্ব এজতেমা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১৯:৫৩, ১৬ অক্টোবর ২০১৮

টঙ্গীর বিশ্ব এজতেমা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ আজ মঙ্গলবার সকালে টঙ্গীর কামারপাড়া বিশ্ব এজতেমা রোডে দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম জহুরুল আলম অভিযানের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে গড়ে উঠা এজতেমা রোডের শতাধিক দোকান পাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানের পূর্বে সিটি কর্পোরেশন থেকে অবৈধ দখলকারীদের সর্তকতা ও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়েছিল। নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা না সরানোর কারণে মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উল্লেখ্য করা যেতে পারে এজতেমা রোডের কামারপাড়া এ সড়কটি বিশ্ব এজতেমা রাস্তা নামে ৪ লেনে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।
×