ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে রেলিং ভেঙে যাত্রীবোঝাই বাস খালে ॥ নিহত ৫, আহত ২২

প্রকাশিত: ২০:২৬, ১৬ অক্টোবর ২০১৮

ভারতে রেলিং ভেঙে যাত্রীবোঝাই বাস খালে ॥ নিহত ৫, আহত ২২

অনলাইন ডেস্ক ॥ সপ্তমীর সকালে খুশির হাওয়ার মধ্যেই একটি বড়সড় দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার হুগলির হরিপালে কালুবাটি গ্রামের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে একটি যাত্রীবোঝাই বাস পড়ে যায়। ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শিশু ও মহিলা সহ অন্তত ২২ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি আরামবাগ থেকে কলকাতায় আসছিল। হরিপালের ডাকাতিয়া কাছে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রথমে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে। রেলিং ভেঙে সোজা গিয়ে পড়ে ডাকাতিয়া খালে। প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ গিয়ে ক্রেন দিয়ে বাসটিতে তোলে। বাসের কাচ ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ২২ জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাঁদের হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×