ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমাদের এখন শিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন ॥ ইসমাত আরা সাদেক

প্রকাশিত: ২১:৩২, ১৬ অক্টোবর ২০১৮

আমাদের এখন শিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন ॥ ইসমাত আরা সাদেক

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, আজকের যে বাংলাদেশে উন্নয়ন তার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে তাঁর একটি ফাউন্ডেশন রযেছে। সেখান থেকে তিনি দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী যারা অসুবিধায় পড়ে তাদের লেখাপড়ার জন্য ওই ফাউন্ডেশন থেকে প্রধানমন্ত্রী সহযোগিতা করেন। তিনি এমন একটি মর্যাদায় বাংলাদেশকে নিয়ে গেছেন যে সারা বিশ্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত নাম। এক সময় বিদেশিরা আমাদের করুনা করতো এখন তারা তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য হয়েছে। এখন আমাদের দেশ উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আর এজন্য আমাদের এখন শিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন। উপস্থিত ছাত্রছাত্রিদের প্রতিমন্ত্রী বলেন, তোমরা বিশেষ করে মেয়েরা লেখাপড়া শিখে নিজেরা উপযুক্ত হবে। তোমরা যদি নিজেদের উপযুক্ত করে গড়তে পারো তাহলে কেউ তোমাদের ওপর অত্যাচার করতে পারবে না। তোমরা নিজেরা আতœসম্মান ও অধিকার নিয়ে বেঁচে থাকবে। আজ মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের অর্থ হতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী উক্ত কথা বলেন। কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, আব্দুল লতিফ রানা, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আকরন হোসেন, নবম শ্রেনীর ছাত্রী রহিমা খাতুন ও শারমিন আক্তার পপি। সংশ্লিষ্ট দফতর জানায়, কেশবপুর উপজেলার ১শ’৫৮ জন প্রাথমিক, ২শ’৪৮ জন মাধ্যমিক ও মাদ্রাসার দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রী প্রত্যেকের এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
×