ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অবৈধভাবে বালু ও পাথার উত্তোলন বন্ধে আলোচনা সভা

প্রকাশিত: ২২:৩০, ১৬ অক্টোবর ২০১৮

অবৈধভাবে বালু ও পাথার উত্তোলন বন্ধে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ ‘অবৈধভাবে বালু ও পাথার উত্তোলন’: প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগেঞ্জে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলা এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী, আইনজীবী, সাংবাদিক, উন্নয়ন কর্মী, বারকি শ্রমিক, মহালের ইজারাদার, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী-সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, সুনামগঞ্জের ধোপাজান ও ফাজিলপুর বালু-পাথর মহালে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের কারণে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। ভাঙনে বিলিন হয়ে যাচ্ছে এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। পরিবেশ বিধ্বংসী এই কর্মকান্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেন বক্তারা। বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহ সাহেদা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদ আলম, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ।
×