ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যশোরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২২:৩১, ১৬ অক্টোবর ২০১৮

যশোরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদর উপজেলার মন্ডলগাতি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে জাহিদ হাসান (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। জাহিদ হাসানের বাড়ি শহরের শংকরপুর এলাকায়। ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ বলছে, দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন। কোতয়ালী থানার এসআই মোকলেসউজ্জামান বলছেন, সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ খবর পায়, মন্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সকালে নিহতের পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৃষ্ট বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন বলে পুলিশের ধারণার কথা বলছেন এসআই মোকলেস। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবক মারা গেছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ৮টি মামলা রয়েছে।
×