ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে শিশু গৃহপরিচারিকা নির্যাতন ॥ গৃহকর্তী আটক

প্রকাশিত: ২২:৫২, ১৬ অক্টোবর ২০১৮

বরিশালে শিশু গৃহপরিচারিকা নির্যাতন ॥ গৃহকর্তী আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মদিনা সড়কের একটি বাসা থেকে নির্যাতনের শিকার ১০ বছরে গৃহপরিচারিকা লামিয়া আক্তার মরিয়মকে উদ্ধার করেছে থানা পুলিশ। একইসাথে শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তী শারমিন আক্তারকে (৩০) আটক করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অপর নির্যাতনকারী গৃহকর্তা আশরাফুল ইসলাম চৌধুরী পালিয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে শারমিন আক্তার ও তার স্বামী আশরাফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন, এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের মদিনা সড়কের “আকাশ মঞ্জিল” নামক বহুতল ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় লামিয়া আক্তার মরিয়ম নামের ১০ বছরের এক শিশু গৃহপরিচারিকাকে আটকে নির্যাতন চালানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ওই বাসায় অভিযান চালিয়ে নির্যাতিতা শিশু লামিয়া আক্তারকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনার সাথে জড়িত গৃহকর্তী শারমিন আক্তারকে আটক করা হলেও তার স্বামী আশরাফুল ইসলাম চৌধুরী পালিয়ে যায়। সূত্রমতে, গৃহকর্তা আশরাফুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী শারিমন আক্তার কয়েকমাস পূর্বে ভিকটিম শিশু লামিয়া আক্তারের দাদিকে প্রলোভন দেখিয়ে বরিশালে নিয়ে আসে। পরবর্তীতে স্বামী-স্ত্রী মিলে মদিনা সড়কের ভাড়া বাসায় লামিয়াকে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শ্রম শোষনের লক্ষ্যে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে শিশু লামিয়াকে শারিরিক নির্যাতনের পাশাপাশি তার মাথার চুল কেটে দেয়া হয়। উদ্ধারকৃত শিশু লামিয়া জানায়, গত ৬ মাস আগে আশরাফুল তার ছোট সন্তানের দেখভালের কথা বলে তাকে আনেন। তবে আশরাফুল ও তার স্ত্রী তাকে (লামিয়া) দিয়ে সাংসারিক সব কাজকর্ম করিয়ে নিতো। এসব কাজে ভুল হলেই স্বামী-স্ত্রী দু’জনেই তাকে মারধর করতো। নির্যাতনের একপর্যায়ে লামিয়ার দুই হাতেই ক্ষতের সৃষ্টি হয়েছে। যার চিকিৎসা না করানোর ফলে তাতে পচন ধরেছে। এছাড়া দুই চোখ এবং মাথা ফুলে বৃহৎআকার ধারন করেছে। তাই উদ্ধারের পরপরই পুলিশ লামিয়াকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। অমানুষিক নির্যাতনের শিকার লামিয়া আক্তার মরিয়ম জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইকবাল সরদারের কন্যা।
×