ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইবিতে ফি কমানোর দাবিতে আন্দোলন

প্রকাশিত: ২২:৫৬, ১৬ অক্টোবর ২০১৮

ইবিতে ফি কমানোর দাবিতে আন্দোলন

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ভর্তি ফিসহ বিভিন্ন খাতে ফি কমানোর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আব্যহত রয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। একপর্যায়ে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। জানা যায়, শিক্ষার্থীরা এবারের ভর্তি ফরমের মূল্য তিনগুণ বৃদ্ধি, গতবার থেকে ভর্তি ফি বাড়ানো, হল বাবদ ফি বাড়ানো, সেমিস্টার পরীক্ষায় ফি বৃদ্ধিসহ বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এদিকে বিক্ষোভ কর্মসূচী পালন শেষে তারা জানায় আগামি ২৩ অক্টোবরের মধ্যে দাবি মেনে না নিলে ২৪ অক্টোবর থেকে কঠোর আন্দোলন করা হবে ক্যাম্পাস। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকরী বলেন, ‘ভর্তি ফি এক বছর আগে বাড়ানো হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখেই সীমিত পরিমান ফি বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্ত সিন্ডিকেটে পাশ হওয়ার পর বাস্তবায়িত হয়েছে।’
×