ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সৌমিককে আজীবন রক্ত দেয়ার প্রতিশ্রুতি বাঁধনের

প্রকাশিত: ২৩:২৪, ১৬ অক্টোবর ২০১৮

সৌমিককে আজীবন রক্ত দেয়ার প্রতিশ্রুতি বাঁধনের

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের হতদরিদ্র রিক্সা চালক ফরিদ আহম্মেদ বাকীর ছেলে থ্যালাসামিয়া রোগে আক্রান্ত সাব্বির হোসেন সৌমিককে গাইবান্ধা সরকারি কলেজের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বিনামূল্যে প্রতিমাসে রক্ত দেয়ার প্রতিশ্রুতি দেন। এই সংগঠনটি আজীবন সৌমিককের জন্য প্রয়োজনীয় রক্ত সরবরাহ অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দেয়। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবে সরকারি কলেজ পরিবার বাঁধনের তত্ত্বাবধায়ক শিক্ষক বাংলা বিভাগের প্রভাষক মো. হাসান কবির, বাঁধন পরিবারের অন্যান্য সদস্য ও গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর উপস্থিতিতে রিক্সা চালক ফরিদ আহম্মেদ বাকীর ছেলে থ্যালাসামিয়ায় আক্রান্ত সৌমিককে বিনামূল্যে এই রক্ত সরবরাহের প্রতিশ্রুতি দেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁধন গাইবান্ধা সরকারি কলেজ পরিবারের যুগ্ম আহবায়ক মো. মিল্লাত হোসাইন, সদস্য সচিব শাহাদৎ হোসেন, ওবায়দুল ইসলাম, তিতুমীর প্রধান, হাসানুজ্জামান লিমন ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ইউনিটের দপ্তর সম্পাদক আতিকুর রহমান। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাঁধন গাইবান্ধা সরকারি কলেজ পরিবার ২০১৭ সালে ২৭ নবেম্বর থেকে গাইবান্ধায় কাজ করছে।
×