ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে ভরা মৌসুমে মাছ সংকটে শুঁটকি ব্যবসায়ীদের মাথায় হাত

প্রকাশিত: ২৩:৫৪, ১৬ অক্টোবর ২০১৮

আত্রাইয়ে ভরা মৌসুমে মাছ সংকটে শুঁটকি ব্যবসায়ীদের  মাথায় হাত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ উত্তর জনপদের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলার আত্রাইয়ে ভরা মৌসুমে দেশীয় প্রজাতি মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকটের মুখে শুঁটকি উৎপাদনকারী ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে। তাদের মাঝে চরম হতাশার ছাপ দেখা দিয়েছে। যে সময় শুঁটকি উৎপাদনে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করার কথা, সেই ভরা মৌসুমের শুঁটকি তৈরির চাতালগুলো গুটিয়ে রাখতে হচ্ছে তাদের। ফলে শুঁটকি ব্যবসায়ীরা পারবিার পরিজন নিয়ে উদ্বগ্নি হয়ে পড়েছেন। অন্যান্যবার এ মৌসুমে শুঁটকি উৎপাদনে ব্যাপক সরব থাকলেও এবারে নেই তাদের মাঝে আগ্রহ। তাই অনেক চাটাইগুলো দিনের পর দিন পড়ে থাকছে মাছ বিহীন। উপজেলার বেশির ভাগ শুটকি চাতাল মাছের অভাবে এখন বন্ধ প্রায়। এ ব্যাপারে উপজেলা সনিয়ির মৎস্য কর্মকর্তা আরোয়ার জামান বলেন, যে সময় এ এলাকায় বেশি মাছের উৎপাদন হয় এবার সে সময় এলাকায় পানি সংকট ছিল। এ জন্য মাছের প্রজনন বাড়েনি। ফলে র্পযাপ্ত পরিমান মাছ বাজারে উঠছে না। তবে যতটুকু মাছ বাজারে উঠছে তার দাম গতবারের তুলনায় বেশী। তাই শুঁটকি ব্যবসায়ীরা এ মাছ কিনতে পারছেন না।
×