ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০১:১৪, ১৬ অক্টোবর ২০১৮

হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ মেয়েকে উত্যক্তকরণে বাঁধা দেয়ায় মোটর সাইকেলে চাপা দিয়ে মেয়ের বাবা আলী মোল্লাকে হত্যাকারী ঘাতক হিরন গাজীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ সদস্যরা। সোমবার বিকেলে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব সদস্যরা আজ মঙ্গলবার দুপুরে তাকে আমতলী থানায় সোপর্দ করে। ওইদিন বিকেলে পুলিশ হিরন গাজীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোঃ আব্বাস উদ্দিন আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার গাজীপুর গ্রামের বখাটে হিরন গাজী গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্যক্ত করে আসছিল। ওই বিদ্যালয়ে আলী মোল্লার কন্যা ও ভাগ্নি দশম শ্রেনীতে লেখাপড়া করে। গত ৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে হিরন গাজী তার (আলী হোসেন) কন্যা ও ভাগ্নিকে উত্যক্ত করে। মেয়েকে উত্যক্ত করার বিষয়টি নিয়ে আলী মোল্লা ও বখাটে হিরন গাজীর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্দ হয় হিরন গাজী। এ ঘটনার জের ধরে গত ২৪ সেপ্টেম্বর গাজীপুর-কাঠালিয়া সড়কের লক্ষণ প্যাদা বাড়ীর সামনে মোটর সাইকেল দিয়ে বখাটে হিরন গাজী স্কুল ছাত্রীর বাবা আলী মোল্লাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত আলী মোল্লাকে উদ্ধার করে স্বজনরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। তার অবস্থা আরো সঙ্কটজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চার দিন চিকিৎসার পরে ২৭ সেপ্টেম্বর রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আলী মোল্লার স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে হিরন গাজীকে প্রধান ও তার বন্ধু আরিফ গাজীসহ তিন জনকে আসামী করে আমতলী থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে হিরন ও তার সহযোগীরা পালিয়ে ছিল। সোমবার বিকেলে মামলার প্রধান আসামী হিরন গাজীকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে র‍্যাব-৮ সদস্যরা গ্রেফতার করে। মঙ্গলবার র‍্যাব সদস্যরা তাকে আমতলী থানায় সোপর্দ করে। পুলিশ ওইদিন বিকেলে হিরনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোঃ আব্বাস উদ্দিন আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, আসামি হিরন গাজীকে আদালতে পাঠানো হয়েছে।
×