ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ বেড়েছে ৩৬ শতাংশ

প্রকাশিত: ০২:৩২, ১৬ অক্টোবর ২০১৮

মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ বেড়েছে ৩৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ ক্রমে বাড়ছে। এ সেবায় ব্যাংকে যাওয়া, লাইনে দাঁড়ানো প্রভৃতির ঝক্কি নেই। তাছাড়া দিনের যে কোনো সময় ইচ্ছে করলেই বিল পরিশোধ করা যায়। এসব কারণে ঝামেলামুক্ত এ সেবায় ঝুঁকছে সাধারণ মানুষ। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, আগস্ট মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করা হয়েছে ৩৭৩ কোটি টাকা, যা জুলাই মাসের তুলনায় ৩৬ শতাংশ বেশি। জুলাই মাসে ইউটিলি বিল পরিশোধের পরিমাণ ছিল ২৭৩ কোটি টাকার মতো। ইউটিলিটি বিলের মধ্যে বিদ্যুৎ, গ্যাস ও পানি অন্তর্ভুক্ত। প্রতিবেদন অনুসারে আগস্ট মাসে মোবাইল ব্যাংকিং চ্যানেলে সর্বমোট লেনদেনের পরিমাণ ছিল ৩৪ হাজার ৩৯৯ কোটি টাকা, যা জুলাই মাসের মোট লেনদেনের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি। জুলাই মাসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩০ হাজার ৮শ কোটি টাকা।
×