ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আসছে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং ‘নগদ’

প্রকাশিত: ০২:৩২, ১৬ অক্টোবর ২০১৮

আসছে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং ‘নগদ’

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে মোবাইল ব্যাংকিং সেবা জনপ্রি হওয়ার সঙ্গে এর আওতাও বাড়ছে। এ খাতের প্লাটফর্ম বিকাশ, রকেট শীর্ষ স্থান ধরার পর এবার আসছে ‘নগদ’। আর আর্থিক এই সেবাটি আনছে সরকারের ডাক বিভাগ। জানা গেছে, ‘নগদ’ নামে নতুন এই ডিজিটাল সেবাটি বড় পরিসরেই বাজারে আসছে। যেখানে বিদ্যমান সেবার কয়েকগুণ বেশি লেনদেনের সুযোগ দেয়া হয়েছে। ওই সূত্র জানিয়েছে, এরই মধ্যে সারা দেশে এজেন্ট নিয়োগের প্রস্তুতি নেয়া হয়েছে। খুব শিগগির এটি বাজারে আসবে। তথ্য অনুযায়ী, ২০১৭ সাল শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটি ছাড়িয়েছে। আর মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ৫০ লাখ পেরিয়েছে। দেশের ১৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। ৫ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৪১৪ জন গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবায় নিবন্ধিত। এর মধ্যে সক্রিয় লেনদেন করছেন ২ কোটি ১০ লাখ ৬৫ হাজার ৩২১ জন গ্রাহক। ২০১৭ সালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৬৬২ কোটি টাকা। দেশে ১৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালালেও এ খাতের ৮১ দশমিক ৪০ শতাংশই নিয়ন্ত্রণ করছে ‘বিকাশ’। ডাচ্-বাংলা ব্যাংকের ‘রকেট’-এর নিয়ন্ত্রণে রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের ১৬ দশমিক ৮০ শতাংশ। অন্য ১৪টি ব্যাংক মাত্র ১ দশমিক ৮০ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করছে। নতুন সেবা ‘নগদ’ আসলে এই মার্কেটে ভাগ বসতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র জানায়, গত আগস্টে ‘নগদ’ সেবা চালুর অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে ডাক বিভাগ। নতুন এই প্লাটফর্মের আওতায় গ্রাহকদের জন্য থাকবে লেনদেনের বাড়তি সুবিধা।
×