ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাফরউল্লাহ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য নয় : বিকল্পধারা

প্রকাশিত: ০২:৫৭, ১৬ অক্টোবর ২০১৮

জাফরউল্লাহ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য নয়  :   বিকল্পধারা

স্টাফ রিপোর্টার ॥ আমন্ত্রণ জানিয়ে কামাল হোসেন বাসায় না থাকার ঘটনায় বিকল্পধারার কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে একসাথে পথ চলার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যমত নেতা ও বিএনপিপন্থী পেশাজীবী ডা. জাফরউল্লাহ চৌধুরী। জবাবে বিকল্পধারার নেতারা বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধীদের রেখে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কোন প্রকার ঐক্যে না যাওয়ার কথা আবারো সাফ জানিয়ে দিয়েছেন। গত শনিবার জাতীয় ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত রুপরেখা তৈরীর জন্য বিকল্পধারাকে বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন গণফোরাম নেতা কামাল হোসেন। বাসায় এসে দরজা তালাবদ্ধ দেখে ফিরে যান বিকল্পধারার নেতারা। কয়েকদফা ফোনে যোগাযোগ করেও কামাল হোসেনের সাড়া পাননি বিকল্পধারার নেতৃবৃন্দ। যখন বিকল্পধারাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তখন যুক্তফ্রন্টের অন্যান্য নেতা সহ জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। সন্ধ্যায় বিকল্পধারাকে বাদ দিয়ে বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হেসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা আসে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে। বিকল্পধারার সঙ্গে বৈঠক শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। কাউকে বাদ দেয়া হবে না। ওইদিন আমাদের ভুল হয়েছে। এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার বি. চৌধুরীর বাসভবন মায়া-বি থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। জাফরউল্লার সঙ্গে বি চৌধুরীর বৈঠকের সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুল্লাহ বলেন, আগে যারা ছিল সবাইকে নিয়ে কাজ করতে চাই। তিনি প্রশ্ন করে বলেন, সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীকে বাদ দিয়ে কিছু যায় নাকি? আমি সবাইকে নিয়ে ঐক্য করতে চাই। জাফরুল্লাহ চৌধুরী চলে যাওয়ার পর মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, ডা. জাফরুল্লাহ বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরী ও দলের মহাসচিব মেজর (অব) মান্নানের সঙ্গে কথা বলেছেন। আমিও কিছুক্ষণ ছিলাম সেখানে। ১৩ অক্টোবরের ঘটনার জন্য ডা. জাফরুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেছেন যে, বি চৌধুরীকে আমন্ত্রণ জানিয়ে ড. কামাল হোসেন বাসায় থাকেননি, এটা সঠিক হয়নি। এই কথাটিই তিনি বলতে এসেছেন। মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, আমারা ডা. জাফরুল্লাকে বলেছি যে- আমাদের মতামত স্পষ্ট, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাবো না আমরা। এছাড়া যদি ক্ষমতার ভারসাম্যই না আসে, নির্দিষ্টভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি ঐক্য হয় সেটা দেশকে স্বেচ্ছাচার মুক্ত করবে না। সুতারাং আমরা আমাদের অবস্থান থেকে সরতে পারবো না। তখন ডা. জাফরুল্লাহ বলেছেন- ওইদিন (১৩ অক্টোবর) আমাদের ভুল হয়েছে। এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। এর জবাবে মাহী বলেন, তখন আমরা বলেছি- এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার কিছু নেই। তবে আমরা জাতীয় ঐক্য ফ্রন্টের সাফল্য কামনা করি। ড. কামাল হোসেনের সাফল্য কামনা করি। আপনারা নিজেদের মত চলতে থাকুন। আমরা আমাদের মত চলবো। বিকল্পধারা একঘরে হয়ে যাচ্ছে এমনও কথা উঠেছে বি চৌধুরী ও ডা. জাফরুল্লাহর বৈঠকে এ কথা উল্লেখ করে মাহী বি চৌধুরী বলেন, আমরা বলেছি আমরা এক ঘরে হয়েই থাকতে চাই। বৃহত্তর অট্টালিকার বাইরে আমরা ছোট্ট একটি কুড়ে ঘর বানাবো। সেই ঘরে সত্যের, মুক্তিযুদ্ধের ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়বো না। বিকল্পধারা আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, আজকের দুঃশাসনের সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। বিকল্পধারা জন্মের পর থেকে কোনো জোটে যেতে পারেনি। সুতারাং এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এটা গুঞ্জন ছাড়া আর কিছু নয়। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মাহী বলেন, আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বলেছি- আপনারা স্বাধীনতা বিরোধীদের ছাড়লে, বিএনপিকে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বের করে আনতে পারলে এবং ভারসাম্যের রাজনীতি দিতে পারলে আপনাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে। বিকল্পধারার নেতাদের চিঠি ॥ বিকল্পধারা বাংলাদেশ-এর বহিস্কৃত ৯ নম্বর সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলকে উদ্ধৃত করে গণমাধ্যমে বিকল্পধারার যেসব নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হয়েছে তারা শাহ আহাম্মেদ বাদলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতারা বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর প্রতি পূণ্র্ আনুগত্য প্রকাশ করে তাঁর কাছে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে নেতারা বলেন, আমরা নিম্নস্বাক্ষরকারী দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ-এর রাজনীতির সাথে জড়িত আছি। বিকল্পধারা বাংলাদেশ-এর বহিস্কৃত ৯ নম্বর সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলকে উদ্ধৃত করে বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের নাম জড়িয়ে তিনি (শাহ আহম্মেদ বাদল) যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা করছি। চিঠিতে নেতারা আরো বলেন, আমরা আমাদের দল বিকল্পধারা বাংলাদেশে’র সঙ্গে জড়িত আছি এবং দলের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর সম্পূর্ণ অনুগত আছি। চিঠিতে স্বাক্ষরকারী নেতারা হলেন: বিকল্পধারা কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন জুন্নু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভেকেট খোন্দকার জোবায়ের হোসেন, নির্বাহী কমিটি সদস্য নূর মোহাম্মদ ও মিসেস শ্রিপা রহিম।
×