ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়াবায় জড়িত অভিযোগে উখিয়ায় যুবলীগের কমিটি বাতিল

প্রকাশিত: ০৩:০৫, ১৬ অক্টোবর ২০১৮

ইয়াবায় জড়িত অভিযোগে উখিয়ায় যুবলীগের কমিটি বাতিল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ইয়াবা কারবারে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উখিয়ায় একটি ইউনিয়নের যুবলীগের কমিটি বাতিল ঘোষণা করেছে জেলা যুবলীগ। বাতিল হওয়া উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন যুবলীগের কমিটির আহ্বায়ক ফজল কাদেরের বিরুদ্ধে তদন্তে ইয়াবা কারবারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধেইয়াবা সংক্রান্ত মামলাও দায়ের হয়েছে রামু থানায়। জানা যায়, উখিয়া, টেকনাফ ও রামু উপজেলায় দলীয় দাপট দেখিয়ে ইয়াবা পাচার সহজ করতে যুবলীগ ও ছাত্রলীগে ঢুকে পড়েছে বহু মাদক ব্যবসাযী। ওসব মাদক ব্যবসায়ীরা দলীয় পরিচয়টিকে ইয়াবা পাচারের ঢাল হিসেবে ব্যবহার করছে। ইতোপূর্বে কৌশলে বহু টাকা খরচ করে স্ব স্ব দলীয় পদবীটি হাতিয়ে নিয়েছে। কোথাও সম্পাদকীয় ও কোথাও সদস্য পদের পরিচয়ে ওসব ইয়াবা কারবারিরা দাপট দেখিয়ে চলেছে। উখিয়ায় একটি ইউনিয়নে এমন একজন দলীয় পরিচয়দানকারী আহ্বায়কের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগের প্রমাণ পাওয়ায় কক্সবাজার জেলা যুবলীগ ওই কমিটি বাতিল ঘোষণা করেছে। বাতিল হওয়া উখিয়ার উপজেলার জালিয়াপালং ইউনিয়ন যুবলীগের কমিটির আহ্বায়ক ছিলেন ইয়াবা কারবারি ফজল কাদের। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল ওই কমিটি বাতিল ঘোষণা দেন বলে নিশ্চিত করেন। তদন্ত করে অন্য কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর পরই জেলা যুবলীগের পক্ষ থেকে তিনিও মাদকের বির“দ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তখন থেকেই নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা খতিয়ে দেখার জন্য আলাদা নজরদারি শুরু হয়। জালিয়াপালং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফজল কাদেরের বির“দ্ধে ইয়াবা সম্পৃক্ততার অভিযোগ উঠলে যুবলীগের পক্ষ থেকে তদন্ত করে ওই অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এরপর সোমবার ওই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ইয়াবার আগ্রাসনের কারণে কক্সবাজারের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবলীগ এই ইয়াবা আগ্রাসন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই মাদকের বিষয়ে কোন ছাড় নয়। হোক সে যত বড় নেতা। প্রাপ্ত তথ্যে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফজল কাদের একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বাড়ি ডেইলপাড়া এলাকায়। গত দুই সপ্তাহ আগে র্যাব ফজল কাদেরের বাড়িতে অভিযান চালায়। র্যাব বাড়িতে অভিযান চালানোর পর থেকেই পলাতক যুবলীগ নেতা ফজল কাদের। এর কয়েকদিন পর মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ সংলগ্ন বিজিবির তল্লাশিপোস্টে ফজল কাদেরের ইয়াবা পাচারের সময় আটক হয় তার সিন্ডিকেটের সদস্য সিএনজি চালক ফারুক। ওই ঘটনায় ফজল কাদেরসহ তিনজনের বির“দ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মেরিন ড্রাইভ সড়ক কেন্দ্রীক বিশাল একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন তিনি। তার সিন্ডিকেট রয়েছে জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকার নবী হোসেনের পুত্র সালাউদ্দিন, একই এলাকার শামসুল আলমের পুত্র জালাল, মো: হাছানের পুত্র সাহাব উদ্দিন, নজির হোসেন নাজুর পুত্র জয়নাল উদ্দিন, ফরিদ আলমের পুত্র মো: বেলাল। জানা গেছে, ইয়াবা ব্যবসা চালিয়ে যেতে ও বিভিন্ন মামলা থেকে রেহাই পাবার লক্ষ্যে গেল ইউপি নির্বাচনে অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ী কোটি কোটি টাকা খরচ করেছে। তারা টাকার জোরে ম্বোরও নির্বাচিত হয়েছে। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আগের চেয়েও দ্বিগুণ প্রসার করে ইয়াবা কারবার। ইতোমধ্যে উখিয়ার বালুখালী ২নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার বকতার আহমদের ইয়াবা মামলায় জাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ঢাকার একটি আদালতে। ওই ইয়াবা বকতার কক্সবাজার থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে শপথ গ্রহণ করে ওইদিনেই ইয়াবার চালান নিয়ে ঢাকায় রওনা করে বিমানে। খিলক্ষেত থানা পুলিশ তাকে আটক করে ইয়াবাসহ। ইয়াবা বকতার জেলে থাকলেও তার সহোদর জাহাঙ্গীর ওয়ার্ড যুবলীগের পরিচয়ে পুরোদমে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। রামু খুনিয়াপালং গোয়ালিয়া পালং বিএনপি নেতা মোস্তাক আহমদ ওরফে ইয়াবা মোস্তাক কোটি টাকা খরচ করে গেলবার ইউপি নির্বাচনে মেম্বার নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগ সমর্থন করে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্টজন হিসেবে দোরছে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। তার বিরুদ্ধে রামু ও ঢাকায় একাধিক ইয়াবা সংক্রান্ত মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দাপুটে প্রকাশ্যে ঘুরছে এলাকায়। শীর্ষস্থানীয় নেতার আশির্বাদপুষ্ট হয়ে বিভিন্ন সভা-সমাবেশেও যোগদান করছে। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, সাবেক বিএনপি নেতা মোস্তাক আহমদ ছিলেন একজন মুরগি বেপারি। প্রতিটি হাটে গিয়ে মুরগি বিক্রি করে সংসারের ব্যয়ভার মেঠাতেন। ইয়াবার চালঅন পাঠিয়ে হঠাৎ কয়েক বছরে কোটিপতি বনে গেছেন তিনি। গোয়ালিয়া-খুনিয়াপালং এলাকায় অন্তত ৩০কানি জমি ক্রয় এবং সুরম্য অট্টালিকা নির্মাণ করেন। রামু থানা থেকে বদলী হয়ে যাওয়া ওসি লিয়াকত আলী ইতোপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ওই ইয়াবা মোস্তাককে ধরে দিতে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন। তখন কিছুদিন আড়ালে থাকলেও ইয়াবা মোস্তাক বর্তমানে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। মানবপাচার মামলায় তার সহোদর মনছুরকে কিছুদিন আগে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ উঠেছে, কতিপয় অসৎ কর্মকর্তার সঙ্গে গোপন আঁতাত করে মোস্তাক মেম্বার এখনও ইয়াবার চালান পাঠাচ্ছে ঢাকায়।
×