ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৩:১৩, ১৬ অক্টোবর ২০১৮

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে  স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ স্ত্রী হত্যার দায়ে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে স্বামী মামুন আলীর মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন ন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক মো: জিয়া হায়দার আসামীর অনুপস্থিতিতে এক জনাকির্ণ আদালতে এ মামলার রায় ঘোষনা করেন। মামলার বিবরনে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের আশুব্বার আলীর ছেলে মামুন আলীর সঙ্গে একই উপজেলার চিৎলা পশ্চিমপাড়ার সাগরীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন তার স্ত্রী সাগরীর কাছে যৌতুক দাবী করে আসছিলো। ওই দাবী মেটাতে না পারায় মামুন তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে রেখে যায়। এরপর সাগরীর বাবা রহিম বক্স বাদী হয়ে তার মামুন আলীসহ ৪ জনকে অভিযুক্ত করে গত ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ১১(ক) ধারায় মামলা করে। মামলা নম্বর-০৪। এই মামলার তদন্ত শেষে দামুড়হুদা মডেল থানার এসআই মোতাল্লিব সরকার অভিযুক্ত ৩ জনকে অব্যাহতি দিয়ে মামুন আলীকে অভিযুক্ত করে গত ২০১১ সালের ৩১ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা নম্বর ১৩৮/২০১১ আদালতে উপস্থাপিত হলে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমানে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। পাবলিক প্রসিকউিটরস (পিপি) এ্যাডভোকেট আব্দুল মালেক ও রাস্ট্র পক্ষের কৌশলী এ্যাডভোকেট রফিকুল ইসলাম রান্টু মামলা পরিচালনা করে।
×