ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মহিলা কারারক্ষী গ্রেফতার

প্রকাশিত: ০৩:২৯, ১৬ অক্টোবর ২০১৮

দিনাজপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মহিলা কারারক্ষী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ১ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে কারারক্ষী আজেফা বেগম। মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর প্রধান ডাকঘরের সামনে কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ ১ হাজার পিস ইয়াবাসহ দিনাজপুর জেলা কারাগারের কারারক্ষী আজেফা বেগমকে হাতেনাতে ধরেন। এসময় অপর মাদক ব্যবসায়ী আবু বকর সিদ্দিককেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন। কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ জানান, পার্বতীপুরের আবু বকর সিদ্দিক ও কারাগারে থাকা তার স্ত্রী সুলতানা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার আবু বকর কারারক্ষী আজেফাকে কারাগার অভ্যন্তরে বিক্রির জন্য ১ হাজার পিস ইয়াবা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ওৎ পেতে থাকা পুলিশ তাদের হাতেনাতে ধরেন। জেলার হুমায়ুন কবির জানান, মাদকসহ ধৃত কারারক্ষী আজেফা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
×