ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে সন্ত্রাসীদের এলোপাথারী কূপে ৭ স্কুল ছাত্র আহত

প্রকাশিত: ০৩:৩৯, ১৬ অক্টোবর ২০১৮

টঙ্গীতে সন্ত্রাসীদের এলোপাথারী কূপে ৭ স্কুল ছাত্র আহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ মঙ্গলবার দুপুরে টঙ্গীর চেরাগআলী মার্কেট কাদেরিয়া টেক্সটাইল মিলের কাছে একদল সন্ত্রাসীর এলোপাথারী কূপে ৭ স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ছাত্র। আহতদের মধ্যে সাব্বির হোসেন (১৬) ও শাকিব (১৬) নামে দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর। এরা টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের দশম শ্রেণীর ছাত্র। এদের একজনের পা কূপিয়ে থেতলে দেয়া হয়েছে। এ দু’জনকে গুরুতর অবস্থায় টঙ্গী ও ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সহপাঠিরা জানায়, কাদেরিয়া টেক্সটাইল মিলের ঝুটের পরিত্যক্ত অংশের ভিতরে এ ঘটনা ঘটে। স্থানটি খুবই নির্জন। আহত ওই ছাত্ররা ওই এলাকা দিয়ে যাওয়ার পথে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ঝাপিয়ে পড়ে। সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও এলোপাথারি কূপে মাথা, পিঠ, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে জখম হয় শিক্ষার্থীদের। এসময় ছাত্রদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসীরা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা বলতে পারেনি। ঘটনাটি ঘটেছে টঙ্গী পশ্চিম থানা এলাকায়। এলাকাবাসী জনকন্ঠকে জানায়, আহত শিক্ষার্থীদের সাথে সন্ত্রাসী দলের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারা আরো জানায়, টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিলের আশপাশ এলাকায় কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। এব্যাপারে যোগাযোগ করা হলে, টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জনকন্ঠকে জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। লিখিত অভিযোগ পেলে দূষিদের আইনের আওতায় আনা হবে। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
×