ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুনের দায়ে ভারতে স্বঘোষিত ধর্মগুরুর যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৫৪, ১৭ অক্টোবর ২০১৮

খুনের দায়ে ভারতে স্বঘোষিত ধর্মগুরুর যাবজ্জীবন

আশ্রমের ভেতর দুই নারীকে হত্যার সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সাজা হয়েছে ভারতের স্বঘোষিত ধর্মগুরু রামপাল মহারাজের। হরিয়ানার হিসারের সেশন আদালতে গত সপ্তাহেই তিনি ২৬ অনুসারীসহ খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। বারওয়ালা গ্রামের আশ্রমের ভেতর দুই নারীকে স্বঘোষিত এ ধর্মগুরু ও তার ভক্ত-অনুসারীরা হত্যা করেছিল, নিহতদের স্বামীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দুটি দায়ের হয়েছিল। হত্যাকা-ের সময় তাদের বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ দুই স্বামীর। আদালত তার রায়ে হিসারের সাতলক আশ্রমের ভেতর অন্যায়ভাবে লোকজনকে আটকে রাখা, খুন ও অন্যান্য অপরাধে রামপাল ও তার অনুসারীদের দোষী সাব্যস্ত করে। হিসারের জেলখানার ভেতর বিশেষ আদালতে প্রায় চার বছরের বিচার শেষে এ রায় এলো। ২০১৪ সালের নবেম্বরে সাতলক আশ্রমের ভেতর থেকে আটক করার পর থেকে হিসারের এ জেলখানাতেই বিতর্কিত এ ধর্মগুরু ও তার অনুসারীদের রাখা হয়েছে। সশস্ত্র অনুসারীদের আক্রমণ প্রতিহত করে ১২ একরের আশ্রমের ভেতর হানা দিয়ে রামপালকে গ্রেফতার করেছিলেন পুলিশ সদস্যরা।
×