ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দো-বাংলা ফার্মার লেনদেন শুরুর তারিখ নির্ধারণ

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ অক্টোবর ২০১৮

ইন্দো-বাংলা ফার্মার লেনদেন শুরুর তারিখ নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা ওষুধ ও রসায়ন খাতের ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার আগামীকাল বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির কোড হবে ‘ওইচ’ এবং কোম্পানি কোড হচ্ছে ১৮৪৯৪। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ৪ অক্টোবর বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়। এর আগে ১১ সেপ্টেম্বর কোম্পানির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানির আইপিও আবেদন গত ৯ আগস্ট থে?কে শুরু হয়। যা চলে ১৬ আগস্ট পর্যন্ত। গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬১৩তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।
×