ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাণিজ্য ঘাটতি ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে

প্রকাশিত: ০৩:৫৮, ১৭ অক্টোবর ২০১৮

বাণিজ্য ঘাটতি ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই’১৮-আগাস্ট’১৮) বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে। দেশের রফতানি যে হারে বাড়ছে আমদানি তারচেয়ে বেশি হারে বাড়তে থাকায় বাণিজ্য ঘাটতির আকার বড় হচ্ছে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ১৯ শতাংশ। গতবছর ঘাটতির পরিমাণ ছিল ১৭৭ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে তা ২১১ কোটি (২.১১ বিলিয়ন) ডলারে উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রফতানির চেয়ে আমদানি বেশি হওয়ায় ক্রমাগতভাবে বাণিজ্য ঘাটতি বাড়ছে। আগামীতে যদি রফতানির পরিমাণ বৃদ্ধি পায় অথবা আমদানি কমে, তাহলে বাণিজ্য ঘাটতির পরিমাণও কমে আসবে। ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে ৮৮২ কোটি (৮.৮২ বিলিয়ন) ডলার মূল্যের পণ্য আমদানি হয়েছে। আগের বছরের একই সময়ের চেয়ে আমদানি বেড়েছে ৫.৬৬ শতাংশ। অন্যদিকে গত জুলাই-আগস্ট মাসে ৬৭২ কোটি ডলার মূল্যে পণ্য রফতানি হয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা আরও বলেন, বেশ কয়েকটি কারণে দেশে আমদানির পরিমাণ বেড়েছে। সরকারের নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য নানান পণ্য আমদানি করতে হচ্ছে। এছাড়া নতুন করে এলএনজি গ্যাস আমদানি শুরু হয়েছে। এসব কারণে আমদানির পরিমাণ অনেক বেড়ে গেছে। অন্যদিকে কোরবানির ঈদের ছুটিসহ নানা কারণে আগস্ট মাসে কাক্সিক্ষত পরিমাণ রফতানি হয়নি। রফতানি আয় ও আমদানি ব্যয়ের এই বিপরীতমুখী ধারার কারণে ঘাটতির আকার বেড়েছে। তবে অর্থনীতিবিদদের মতে, নির্বাচনকে সামনে রেখে আমদানির ছদ্ম আবরণে অর্থ পাচার বাড়ছে। বাণিজ্য ঘাটতি বৃদ্ধিতে এই বড় ভূমিকা রাখছে। এদিকে সেপ্টেম্বর মাসে দেশের রফতানি বাণিজ্যে প্রায় ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তাই সেপ্টেম্বরে বাণিজ্য ঘাটতি কমে আসার কথা। বাংলাদেশ ব্যাংকের পরবর্তী প্রতিবেদনে হয়ত সে তথ্য জানা যাবে।
×