ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে বিএমডব্লিউ

প্রকাশিত: ০৪:০০, ১৭ অক্টোবর ২০১৮

চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে বিএমডব্লিউ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের সঙ্গে যৌথ মালিকানাধীন ব্রিলিয়ান্স চায়না অটোমেটিভে ৩৬০ কোটি ইউরো বিনিয়োগ করতে যাচ্ছে জার্মানির অটোমোবাইল জায়ান্ট বিএমডব্লিউ। অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে নতুন বিনিয়োগ করা হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ২০২২ সালের মধ্যে এই বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে বিএমডব্লিউ। এর মাধ্যমে ব্রিলিয়ান্স চায়না অটোমেটিভের আরও ২৫ শতাংশ শেয়ারের মালিকানা পাবে প্রতিষ্ঠানটি। চীনের বিনিয়োগ নীতি অনুযায়ী গাড়ি শিল্পে কোন বিদেশী প্রতিষ্ঠান ৫০ শতাংশের বেশি মালিকানা রাখতে পারে না। কিন্তু নতুন বিনিয়োগের পর ৭৫ শতাংশ মালিকানা পাবে বিএমডব্লিউ। বিবিএ চেয়ারম্যান জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্রিলিয়ান্স চায়না অটোমেটিভের কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়াতে ২০২০ সালের মধ্যে আরও ৩০০ কোটি ইউরো বিনিয়োগ করা হবে।
×