ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৯ মাসেই ৪০ শতাংশের বেশি ফ্রিজ করেছে মার্সেল

প্রকাশিত: ০৪:০১, ১৭ অক্টোবর ২০১৮

৯ মাসেই ৪০ শতাংশের বেশি ফ্রিজ করেছে মার্সেল

চলতি বছরের শুরু থেকেই ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির রেফ্রিজারেটর বাজারজাত করছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। সেই সঙ্গে তারা বাজারে ছেড়েছে আধুনিক ডিজাইনের গ্লাস ডোর ফ্রিজ। ফলে এ বছর স্থানীয় বাজারে মার্সেল ফ্রিজের গ্রাহকপ্রিয়তা বেড়েছে ব্যাপক। এ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি করেছে মার্সেল। কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোজা ও কোরবানি ঈদে স্থানীয় বাজারে ব্যাপক পরিমাণ মার্সেল ফ্রিজ বিক্রি হয়েছে। পাশাপাশি দেশব্যাপী চলমান মার্সেল ডিজিটাল ক্যাম্পেইনও বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জানা গেছে, স্থানীয় বাজারে ২০১৭ সালে প্রায় ১ লাখ ৬৯ হাজার ইউনিট ফ্রিজ বিক্রি হয়েছিল মার্সেলের। এদিকে এ বছর জানুয়ারি-সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ১ লাখ ৮৫ হাজার ইউনিট ফ্রিজ বিক্রি হয়েছে। যা ২০১৭ সালের মোট ফ্রিজ বিক্রির পরিমাণের চেয়েও বেশি। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রাশিয়া প্রবাসী ব্যবসায়ী রফিকুল ইসলাম মিয়া আরজু তৃতীয়বারের মতো বাণিজ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সম্প্রতি ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া । -বিজ্ঞপ্তি
×