ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন আফতাব

প্রকাশিত: ০৬:৫৮, ১৭ অক্টোবর ২০১৮

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন আফতাব

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নৌকা মার্কা ভোট চেয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে জনসভা করেছে নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সোমবার দুপুরে জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়ন পরিষদ মাঠে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় ওই এলাকার প্রায় পাঁচ হাজার উপকারভোগীসহ এলাকাবাসী উপস্থিত ছিল। গোমনাতী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেছেন, জাতির পিতার কন্যার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। বিগত ৫ বছরে ডোমার-ডিমলার প্রতিটি ইউনিয়নে এর ছোঁয়া লেগেছে। এই এলাকায় আমরা যে উন্নয়ন করেছি, তা অতীতে কখনও হয়নি। তিনি বলেন, আমরা অবহেলিত ছিলাম। এক সময় এই এলাকা ছিল মঙ্গাপীড়িত। শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ন্যাশনাল সার্ভিস থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে গেছে। স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা-মন্দিরসহ প্রতিটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরি করা হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এ জন্য আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি। জনসভায় আরও বক্তব্য রাখেন- ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ডোমার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহমেদ ডন, বামুনিয়া ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুনীল বাবু, জোড়াবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদার রহমান শান্ত প্রমুখ। এদিকে মঙ্গলবার এমপি আফতাব উদ্দিন সরকার ডিমলা মহিলা কলেজের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ১৯৬৮ সালে আফতাব উদ্দিন সরকার নীলফামারী মহকুমা ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্র রাজনীতিতে আসেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের হাফলং ট্রেনিং ক্যাম্পে মুজিব বাহিনীর সদস্য হিসেবে প্রশিক্ষণ নিয়ে তিনি সম্মুখযুদ্ধে অংশ নেন। এরপর ডিমলা সদর ইউনিয়নে রিলিফ কমিটির চেয়ারম্যান, পরবর্তীতে ২ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের আমলে তিনি নির্যাতনেরও শিকার হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে জাতীয় পার্টির প্রার্থীকে ৬৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে অবহেলিত ডোমার-ডিমলার উন্নয়নে মনোনিবেশ করেন তিনি। ৫ বছরে তার নির্বাচনী আসনের প্রতিটি এলাকাতেই তিনি উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন। ৫ বছরে বেশির ভাগ সময় নিজ এলাকার মানুষের পাশে থেকেছেন তিনি। এলাকাবাসী আগামী নির্বাচনেও মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে আবারও মনোনয়ন দেয়ার বিষয়ে আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে দাবি জানান।
×