ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া ৯ ॥ আরেকবার নৌকার কাণ্ডারি হতে চান রেজাউল হক

প্রকাশিত: ০৬:৫৯, ১৭ অক্টোবর ২০১৮

কুষ্টিয়া ৯ ॥ আরেকবার নৌকার কাণ্ডারি হতে চান রেজাউল হক

এমএ রকিব, কুষ্টিয়া থেকে ॥ আরেকবার নৌকার কাণ্ডারি হতে চান কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বর্তমান এমপি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের প্রত্যাশায় দিনরাত তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন দলের প্রবীণ এই নেতা। পাশাপাশি তিনি মনোনয়নের জন্য দলীয় হাইকমান্ডে চালাচ্ছেন জোর লবিং। রেজাউল হক মঙ্গলবার দিনভর দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রাম, কামালপুর ও শেরপুর বাজার, রিফাতপুর ইউনিয়নের ঝাউদিয়া, সংগ্রামপুর ও রিফাতপুর বাজার এবং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর থানা ও হাকিমপুর বাজার এলাকায় ব্যাপক গনসংযোগ ও পথসভা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, রিফাইতপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন মাস্টার, ফিলিপনগর ইউপি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ তৃণমূল নেতা-কর্মীরা। এসব গনসংযোগ ও পথসভায় সম্ভাব্য প্রার্থী রেজাউল হক দেশের সার্বিক উন্নয়ন এবং তার নির্বাচনী এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে শেখ হাসিনার নেতৃত্বে নৌকার পক্ষে ভোট চান। জানা গেছে, এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় কোন্দলে জর্জরিত। ফলে এখানে আওয়ামী লীগ নেতৃত্ব দুই মেরুতে বিভক্ত। শীঘ্রই এই বিবাদ মিটিয়ে ফেলা না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে দ্বন্দ্ব-বিবাদ থাকলেও আসনটিতে বিজয় সুনিশ্চিত করতে আগে ভাগেই কোমর বেঁধে মাঠে নেমেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি রেজাউল হক ও তার সমর্থকরা। প্রতিদিনই তিনি গনসংযোগ ও পথসভার মধ্যদিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও তার পক্ষে কাজ করছেন। রেজাউল হক চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অভূতপূর্ব উন্নয়নের পথে এগিয়ে চলেছে। আমি পথসভা ও গণসংযোগের মধ্য দিয়ে সরকারের এই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট চাচ্ছি। তিনি বলেন, যুব সমাজের বড় একটা অংশ ছাড়াও বিভিন্ন বয়সী নারী-পুরুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার সময়ে এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে দল আমার কাজের মূল্যায়ন ও ত্যাগ বিবেচনা করে আমাকে মনোনয়ন দেবে বলে প্রত্যাশা করছি। একটি পক্ষের সঙ্গে বিরোধ থাকায় তার নামে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ বলেন, দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতা-কর্মী রেজাউল হক চৌধুরীর পক্ষে মঠে নেমেছেন। তিনি দলকে সংগঠিত রেখেছেন এবং এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। তাই আগামী নির্বাচনে রেজাউল হকই দলের মনোনয়ন পাবেন বলে আশা করছি।
×